এশিয়া কাপের মাস খানেক পর প্রতিবেশী দেশ ২৩ অক্টোবর একবার ফের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২২ এ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে৷ এশিয়া কাপ ২০২২ এ দুবাই ও শারজাতে ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর খেলা হবে৷ ভারত গ্রুপ এ তে পাকিস্তানের সঙ্গে তৃতীয় দল কোয়ালিফায়ার হবে৷ গ্রুপ বি তে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানে হবে৷
advertisement
আরও পড়ুন -Skin Care Tips: বর্ষায় সংক্রমণই সমস্যা, ত্বকের যত্নে এই বদলগুলো আনতেই হবে
ভারত ও পাকিস্তান ২৮ অগাস্ট দুবাইতে এ গ্রুপের ওপেনার এক অপরের বিরুদ্ধে লড়বে৷ এই কথার সম্ভবনা অধিক যে ৪ পর্বে দুই দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে৷ গত পাঁচ বছরে এটা দ্বিতীয়বার হবে৷ যখন সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের আয়োজন হবে৷ ২০১৮ তে ওয়ানডে খেলে যাওয়া টুর্নামেন্ট ১৫-২৮ সেপ্টেম্বর দুবাই ও আবুধাবিতে হবে৷
আরও পড়ুন - Flavoured Coffee: মশলাদার কফি? ওটাই কিন্তু এই বর্ষায় চাঙ্গা রাখবে শরীর-মন
দুবাইতে ২০২১ আইসিসি পুরুষ টি ২০ বিশ্বকাপে ১০ উইকেটে লজ্জার হার হেরেছিল৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এখন কড়া টক্কর দেবে৷ নিজেদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে বড় বদলা নেবে৷ এই বছর আন্তর্জাতিক ম্যাচগুলিতে বিশ্বস্তরে কিছু শানদার পারফরম্যান্স দেখিয়েছে৷ ভারত এতে কিছু দাপট দেখিয়েছে৷ কিন্তু বাবর আজম পাকিস্তানের টুর্নামেন্টে শেষ সংস্করণ শানদার ফিরে আসা রয়েছে৷ তারাও জয় হাসিল করেছে৷