এমিরেটস ক্রিকেট বোর্ড অবশ্য এই টিকিট বিক্রিতে ভাটার দাবি নাকচ করেছে। তারা বলছে, বিক্রির চিত্র যথেষ্ট আশাব্যঞ্জক। The Times of India-কে দেওয়া এক বিবৃতিতে ECB-এর এক মুখপাত্র জানিয়েছেন, “টিকিট বিক্রি নিয়ে যেসব দাবি উঠছে, সেগুলোর কোনো ভিত্তি নেই।” তা সত্ত্বেও, বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, কারণ টিকিট অনলাইনে বিক্রির দশ দিন পার হয়ে গেলেও এখনও অনেক আসন খালি।
advertisement
এবারের চিত্রটি ২০২৫ সালেরই চ্যাম্পিয়ন্স ট্রফির বিপরীত। একই ভেন্যুতে অনুষ্ঠিত সেই ম্যাচের টিকিট চার মিনিটেই বিক্রি হয়ে গিয়েছিল। এবার স্ট্যান্ডার্ড টিকিট ৯৯ মার্কিন ডলার এবং প্রিমিয়াম সিট ৪,৫৩৪ ডলারে বিক্রি হলেও সেগুলোর প্রতি সাড়া খুব কম। উচ্চমূল্য এবং রাজনৈতিক উত্তেজনাকে দায়ী করা হচ্ছে এই অবস্থার জন্য।
আরও পড়ুনঃ Sourav Ganguly: নেই কোনও প্রতিপক্ষ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলার ক্রিকেট মসনেদ সৌরভের প্রত্যাবর্তন!
সম্প্রতি পহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারতের সামরিক অভিযান ও দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ম্যাচের পরিবেশকে প্রভাবিত করেছে। ক্রিকেটার হরভজন সিং সহ অনেকেই এই ম্যাচের বিরোধিতা করে বলেছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট বন্ধ থাকা উচিত। এই পরিস্থিতিতে ম্যাচটি মাঠে গড়ালেও তার উত্তাপ অনেকটাই কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যেতে পারে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।