মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। দুবাইয়ের উইকেটে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ব্যাটিংয়ে ডিউ ফ্যাক্টরের সুবিধা নিতেই বোলিং করার সিদ্ধান্ত সূর্যকুমারের। এদিনের ম্যাচেও টস জিতে হ্যান্ডশেক করেননি দুই অধিনায়ক। গ্রুপ পর্বের ম্যাচেও দেখা গিয়েছিল একই ছবি। যা নিয়ে কম বিতর্ক হয়নি। ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। অর্শদীপ সিং ও হর্ষিত রানার পরিবর্তে দলে এসেছেন জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
advertisement
এক ঝলকে দেখে নিন পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের প্রথম একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মহম্মদ হারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।
প্রসঙ্গত, টি-২০ ক্রিকেটে দুই দলের বিগত সাক্ষাতের পরিসংখ্যান ও বর্তমান শক্তির বিচার করলে ভারতীয় দলকেই ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রতিযোগিতার গ্রুপ পর্বের সাক্ষাতেও সহজ জয় পেয়েছে ভারতীয় দল। সেখান থেকে কতটা ঘুড়ে দাঁড়াতে পারে পাক দল, সেটাই দেখার। একতরফা নয়, হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।