IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI ICC World Cup 2023 Final LIVE Score Updates
২০২৩ সালের বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ পর্যন্ত ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাট করা দলগুলিই জিতেছে৷ ৩ ম্যাচে সন্ধ্যার প্রথম ২০ ওভারে ফাস্ট বোলাররা অনেক সাহায্য পেয়েছিলেন। প্রথম ইনিংসের গড় স্কোর ৩৫০ রানের বেশি হয়েছে। এমতাবস্থায় সেমিফাইনালে এখানে বড় স্কোর দেখা যাওয়ার সম্ভাবনা কম।
advertisement
বিসিসিআই কিউরেটররা বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ভেন্যুতে পিচ দেখাশোনা করার জন্য একটি দল গঠন করেছেন। আইসিসিও প্রতিটি ভেন্যুতে ম্যাচের জন্য তাদের বিশেষজ্ঞদের পাঠিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেছেন যে টিম ইন্ডিয়া মুম্বই পৌঁছনোর আগেই কিউরেটরদের ধীর গতির ট্র্যাক প্রস্তুত করার নির্দেশ দিয়েছিল। তবে সূত্রের খবর, উইকেটে খুব বেশি টার্ন হবে না৷ এ কারণে পিচ থেকে ঘাস সরানো হয়েছে।
পিচ দেখেছেন কোচ ও অধিনায়ক
মঙ্গলবার পিচ দেখেছেন টিম ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। এরপর, টিম ম্যানেজমেন্ট গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কথা বলেন এবং অনুশীলন সেশনের পরে মাঠে শিশিরের সঙ্গে লড়তে রাসায়নিক ব্যবহার করা হবে কিনা তা নিয়েও প্রশ্ন করেন৷ চলতি বিশ্বকাপে ওয়াংখেড়েতে তাড়া করা বড় চ্যালেঞ্জ প্রমাণিত হয়েছে।
এদিকে সংবাদমাধ্যমকে রোহিত জানিয়েছেন, যে তিনি দীর্ঘদিন ধরেই এখানকার পিচে খেলছেন। এমন অবস্থায় বিশ্বকাপের কিছু ম্যাচের ভিত্তিতে রান তাড়া করা নিয়ে কিছু বলা ঠিক হবে না। ফলে এখানে টস গুরুত্বপূর্ণ হবে না।
২০২৩ বিশ্বকাপে, টিম ইন্ডিয়া ওয়াংখেড়েতে একটি ম্যাচ খেলেছে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০০ রানেরও বেশি ব্যবধানে জিতেছে। অন্যদিকে, এই ভেন্যুতে ২০২৩ বিশ্বকাপের একটি ম্যাচও খেলেনি নিউজিল্যান্ড।