দেখে নিন দুই দলের প্লেয়িং ইলেভেন (Playing 11)৷
advertisement
জয়পুরে ফুল হাউস হওয়ার পর এবার রাঁচির স্টেডিয়ামেও দর্শক প্রবেশের অনুমতি মিলেছে৷ রাজ্য সরকার একশ শতাংশ দর্শক নিয়ে মাঠে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে৷ তবে যাঁরা মাঠে আসবে তাঁদের দুটি কোভিড টিকার সার্টিফিকেট আনতে হবে বা আরটিপিসিআর টেস্ট নেগেটিভ দেখাতে হবে৷ এই রিপোর্ট থাকলে তবেই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলেছে৷
পিচের মুখ্য কিউরেটর শ্যাম বাহাদুর সিংহ বলেছেন, ‘‘সন্ধ্যা সাড়ে সাতটার পর প্রচুর শিশির পড়বে, যাতে টস বড় ভূমিকা নেবে৷ সাধারণভাবে ক্রিকেটারদের মধ্যে ব্যাটসম্যানরা ভালো খেলবেন৷ শেষবার এই মাঠে জুলাই মাসে ঝাড়খণ্ড প্রদেশের টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলা হয়েছে৷’’
রাঁচিতে হালকা ঠাণ্ডা পড়ে গেছে, তাই হালকা কুয়াশার মতো থাকতে হবে৷ বৃষ্টির কোনও সম্ভবনা নেই৷ আর্দ্রতার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হয়ে যাবে৷ হাওয়ার গতি ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে৷ দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচ শিশির বড় ফ্যাক্টর৷
ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি (T20) ম্যাচ খেলা হবে রাঁচির (Ranchi) জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে৷ জয়পুরে ফুল হাউস হওয়ার পর এবার রাঁচির স্টেডিয়ামেও দর্শক প্রবেশের অনুমতি মিলেছে৷ রাজ্য সরকার একশ শতাংশ দর্শক নিয়ে মাঠে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে৷ তবে যাঁরা মাঠে আসবে তাঁদের দুটি কোভিড টিকার সার্টিফিকেট আনতে হবে বা আরটিপিসিআর টেস্ট নেগেটিভ দেখাতে হবে৷ এই রিপোর্ট থাকলে তবেই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলেছে৷