TRENDING:

Ind vs NZ: টসে ফের জয়, দেখে নিন ভারত ও নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেন

Last Updated:

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি টোয়েন্টিতেও টসে (Toss Update) জিতেছেন নতুন অধিনায়ক রোহিত শর্মা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand)  মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি (T20) ম্যাচ খেলা হচ্ছে রাঁচির (Ranchi) জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে৷ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি টোয়েন্টিতেও টসে (Toss Update) জিতেছেন নতুন অধিনায়ক রোহিত শর্মা৷ এদিনও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক৷ এদিকে শিশির বড় ফ্যাক্টর হওয়ায় এদিনের টসে জেতাটা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট দলের পক্ষে অ্যাডভানটেজ৷
Toss Update- Photo Courtesy- BCCI/Twitter
Toss Update- Photo Courtesy- BCCI/Twitter
advertisement

দেখে নিন দুই দলের প্লেয়িং ইলেভেন (Playing 11)৷

advertisement

জয়পুরে ফুল হাউস হওয়ার পর এবার রাঁচির স্টেডিয়ামেও দর্শক প্রবেশের অনুমতি মিলেছে৷ রাজ্য সরকার একশ শতাংশ দর্শক নিয়ে মাঠে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে৷ তবে যাঁরা মাঠে আসবে তাঁদের দুটি কোভিড টিকার সার্টিফিকেট আনতে হবে বা আরটিপিসিআর টেস্ট নেগেটিভ দেখাতে হবে৷ এই রিপোর্ট থাকলে তবেই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলেছে৷

advertisement

পিচের মুখ্য কিউরেটর শ্যাম বাহাদুর সিংহ বলেছেন, ‘‘সন্ধ্যা সাড়ে সাতটার পর প্রচুর শিশির পড়বে, যাতে টস বড় ভূমিকা নেবে৷ সাধারণভাবে ক্রিকেটারদের মধ্যে ব্যাটসম্যানরা ভালো খেলবেন৷ শেষবার এই মাঠে জুলাই মাসে ঝাড়খণ্ড প্রদেশের টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলা হয়েছে৷’’

রাঁচিতে হালকা ঠাণ্ডা পড়ে গেছে, তাই হালকা কুয়াশার মতো থাকতে হবে৷ বৃষ্টির কোনও সম্ভবনা নেই৷ আর্দ্রতার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হয়ে যাবে৷ হাওয়ার গতি ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে৷ দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচ শিশির বড় ফ্যাক্টর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এখনও দগদগে বন্যার ক্ষত! ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে 'এই' কাজে ব্যস্ত ভাইয়েরা
আরও দেখুন

ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand)  মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি (T20) ম্যাচ খেলা হবে রাঁচির (Ranchi) জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে৷ জয়পুরে ফুল হাউস হওয়ার পর এবার রাঁচির স্টেডিয়ামেও দর্শক প্রবেশের অনুমতি মিলেছে৷ রাজ্য সরকার একশ শতাংশ দর্শক নিয়ে মাঠে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে৷ তবে যাঁরা মাঠে আসবে তাঁদের দুটি কোভিড টিকার সার্টিফিকেট আনতে হবে বা আরটিপিসিআর টেস্ট নেগেটিভ দেখাতে হবে৷ এই রিপোর্ট থাকলে তবেই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলেছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs NZ: টসে ফের জয়, দেখে নিন ভারত ও নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল