৫. সৌরভ গঙ্গোপাধ্যায়: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটে আলাদা পরিচিতি গড়েছেন। তিনি কিউইদের বিপক্ষে ৩২টি ওয়ানডে ম্যাচে ১০৭৯ রান করেছেন। ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান তার ধারাবাহিকতার প্রমাণ।
৪. মহম্মদ আজহারউদ্দিন: মহম্মদ আজহারউদ্দিন তার স্টাইলিশ ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪০টি ম্যাচে তিনি করেছেন ১১১৮ রান। মাঝের ওভারে ইনিংস গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যা ভারতের স্কোরকে মজবুত ভিত্তি দিত।
advertisement
৩. বীরেন্দ্র সহবাগ: আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতীক বীরেন্দ্র সহবাগ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৩ ম্যাচেই ১১৫৭ রান করেন। তার ৬টি শতরান প্রমাণ করে যে তিনি কিউই বোলারদের ওপর কতটা আধিপত্য বিস্তার করেছিলেন। দ্রুত রান তোলার ক্ষমতা ম্যাচের গতিপথ বদলে দিত।
২. বিরাট কোহলি: আধুনিক ক্রিকেটে ধারাবাহিকতার নাম বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ৩৩ ম্যাচে ১৬৫৭ রান করেছেন। চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে ইনিংস খেলার দক্ষতা তাকে এই তালিকায় দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে।
১. সচিন তেন্ডুলকর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন সচিন তেন্ডুলকর। ৪২ ম্যাচে তার ১৭৫০ রান আজও অনন্য নজির। অভিজ্ঞতা, টেকনিক ও ধৈর্যের মিশেলে তিনি দীর্ঘ সময় কিউইদের জন্য বড় চ্যালেঞ্জ ছিলেন।
