এদিনের জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় একদিনের ম্যাচ ২১ জানুয়ারি রায়পুরে অনুষ্ঠিত হবে। রোহিত শর্মার অধিনায়কত্বে দল এই ম্যাচে জিতে সিরিজ দখল করে নিতে চায়৷
advertisement
পুরুষ ও মহিলা মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ডবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের নাম বলতে গেলে, অ্যামেলিয়া কেরের নামই উঠে আসে৷ তিনি মাত্র ১৭ বছর ২৪৩ দিন বয়সে এই নজির গড়েছিলেন৷ যেখানে গিল ২৩ বছর ১৩২ দিন বয়সে এটি করেছিলেন। নিউজিল্যান্ডের কের ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ২৩২ রান করেছিলেন। তিনি মাত্র ১৪৫ বলে এই রান করেছিলেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৩১টি চার ও ২টি ছক্কা দিয়ে। সেই ম্যাচে লেগ স্পিনার কের নিয়েছিলেন ৫ উইকেটও।
আরও পড়ুন - চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন বৃদ্ধা ! দেখে দৌড় মহিলা কনস্টেবলের, তারপর কী ঘটল?
তিন নম্বরে আছেন ইশান কিষাণ
ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান তালিকায় তিন নম্বরে রয়েছেন ইশান কিষাণ, তিনি ২৪ বছর ১৪৫ দিন এই কৃতিত্ব অর্জন করেছিলেন৷ আমরা যদি ভারতের কথা বলি, এখন পর্যন্ত ৫ জন ক্রিকেটার ডবল সেঞ্চুরি করেছেন। গিল এবং ইশান ছাড়াও এতে সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র শেওয়াগ এবং রোহিত শর্মা রয়েছেন। রোহিত তিনবার এই কৃতিত্ব অর্জন করেছেন৷ এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের ফকর জামান ও নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল ওয়ানডে তে ২০০ রান করেছেন।
টিম ইন্ডিয়া সিরিজ জেতার দিকেই লক্ষ্য রাখার পাশাপাশি ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছানোরও লক্ষ্যের দিকেও নজর রাখছে৷ এর জন্য টিম ইন্ডিয়াকে সিরিজ ক্লিন সুইপ করতে হবে। তবে এই লক্ষ্য সহজ হবে না৷ প্রথম ওয়ানডেতে, মাইকেল ব্রেসওয়েল ১৪০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে ম্যাচ একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় নিয়ে গিয়েছিলেন৷