এখন দেখার কতজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড৷ এবারে এই দলের জন্য একাধিক তরুণ ক্রিকেটারের নাম সামনে ভাসছে৷ তাদের মধ্যে প্রধান রতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) নাম৷ তবে আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় তাঁর শুরুটা খুব একটা ভালো হয়নি৷ শ্রীলঙ্কা সফরে তিনি পারফর্ম করতে পারেননি এবং টি টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup) দলে তাঁর ঠাঁই হয়নি৷
advertisement
আরও পড়ুন - Job Vacancy: সেন্ট্রাল সিল্ক বোর্ডে ট্রেনার এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট Recruitment! কী ভাবে আবেদন করবেন?
আরও পড়ুন - Viral Video: পরণে স্লিভলেস ব্লাউজ, শাড়ি, ‘‘ওয়ান-টু-থ্রি-ফোর’’ সুপারহিট গানে Dance, ভাইরাল ভিডিও
গায়কোয়াড় আইপিএলের দ্বিতীয় পর্বে ফর্মে ফেরেন৷ মরশুমে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৩৫ রানের মালিক হয়ে অরেঞ্জ ক্যাপের মালিক হন৷ ইনসাইডার স্পোর্টসের সূত্র অনুযায়ি গায়কোয়াড় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা পেতে পারেন৷ শুধু আইপিএল নয় সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩ ম্যাচে ২১২ রান করেছেন৷
তিনি ছাড়া ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) নামও শোনা যাচ্ছে৷ ক্রিকবাজের মতে আইয়ার ৬০ জন প্লেয়ারের মধ্যে থেকে শর্ট লিস্টেড হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ট্যুরের জন্য৷ বাঁ হাতি ব্যাটসম্যানের জন্য আইপিএল সফর ১০ ম্যাচে ৩৭০ রান করেন৷ তিনি অলরাউন্ডার এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যাকআপ হতে পারেন৷ তিনি বল হাতেও অবদান রাখতে পারেন৷
আরও পড়ুন - Job Vacancy: সেন্ট্রাল সিল্ক বোর্ডে ট্রেনার এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট Recruitment! কী ভাবে আবেদন করবেন?
এঁরা ছাড়াও আরও কয়েকজন তরুণ ক্রিকেটারও ভারত বনাম নিউজিল্যান্ডের সফরে দলে আসতে পারেন৷ ভারত বনাম নিউজিল্যান্ড ( India-New Zealand) সিরিজ শুরু হবে ১৭ নভেম্বর থেকে৷ যা শুরু হবে জয়পুরে৷ পরের দুটি টি টোয়েন্টি হবে ১৯, ২১ তারিখে৷ টি টোয়েন্টির (T20I) পরে হবে টেস্ট (Test) , দুই দল দুটি টেস্ট খেলবে৷ টেস্ট ম্যাচ হবে কানপুর ও মুম্বইতে৷