এই ম্যাচকে ঘিরে বাড়তি আগ্রহের কারণ হল এই মাঠে বোলারদের পারফরম্যান্স। তিরুঅনন্তপুরমে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের অর্শদীপ সিং। তিনি এই মাঠে মাত্র দুইটি ম্যাচ খেলেই চারটি উইকেট নিয়েছেন। এখানে তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৩২ রান দিয়ে ৩ উইকেট।
এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনজন বোলার। ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই এই মাঠে একটি মাত্র ম্যাচ খেলেই ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। একই সঙ্গে ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণাও একটি ম্যাচে ৪১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তাদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস।
advertisement
তিরুঅনন্তপুরমে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় পঞ্চম স্থানে আছেন জশপ্রীত বুমরাহ। তিনি এখানে একটি ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচে মাত্র ৯ রান দিয়ে ২টি উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেছিলেন। কম রান খরচ করে উইকেট নেওয়ার ক্ষেত্রে বুমরাহ বরাবরই বিশেষ দক্ষ।
আরও পড়ুনঃ IND vs NZ 5th T20: ২ ম্যাচ উইনার একসঙ্গে ফিরছে ভারতীয় দলে! শেষ টি-২০-তে বোলিংয়ে বিরাট চমক
পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে অর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই—তিনজনেরই মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ফলে এই ম্যাচে বোলারদের মধ্যে প্রতিযোগিতা আরও জমে উঠবে। এখন দেখার বিষয়, অর্শদীপ নিজের শীর্ষস্থান ধরে রাখতে পারেন কিনা, নাকি বুমরাহ বা বিষ্ণোই নতুন করে নজর কাড়েন।
