সহায় জানিয়েছে, ‘‘রাজ্য সরকার একশ শতাংশ উপস্থিতির অনুমতি দিয়েছে৷ আর আমরা আশা করছি লম্বা সময়ের পর স্টেডিয়াম পুরো ভরে যাবে৷ খাওয়াদাওয়ার জিনিস পাওয়া যাবে৷ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে৷ ’’
আরও পড়ুন - Recruitment: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ, আজই আবেদন করুন
তিনি বলেছেন, ‘‘মানুষজন ২ বছর ধরে লকডাউনে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছে৷ এই ম্যাচ নিয়ে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে৷ ফের রাস্তায় লোক বেরোবে৷ ’’ তিনি এও জানিয়েছেন, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে করোনা প্রোটোকল পুরোপুরি পালন করা হবে৷
advertisement
আরও পড়ুন - Crore Rupees: রিকশাচালককে ১ কোটি টাকার সম্পত্তি শুধু শুধুই দিয়ে দিলেন বৃদ্ধা
তিনি আরও জানিয়েছেন , ‘‘জায়গায় জায়গায় পরীক্ষা করা হবে, দর্শকদের ততবার নিজেদের দুটো টিকা দেওয়ার কিম্বা ৪৮ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে৷ ’’ প্রায় ৩৯ হাজার দর্শকাসন যুক্ত স্টেডিয়ামে টিকিট ৯০০ টাকা থেকে ৯০০০ টাকার টিকিট বিক্রি হয়েছে৷ অনলাইনে তা বিক্রি হয়ে গেছে৷ সহায় জানিয়েছেন, ‘‘আমাদের কাছে ৮০ টি টিকিট এখনও রয়েছে৷ যা এমার্জেন্সি কোটায় ছাড়া হবে৷’’যা বিক্রি হবে না৷
রাঁচি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর৷ কিন্তু তিনি ম্যাচ দেখতে আসবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি৷ সহায় জানিয়েছেন, ‘‘ধোনি এখানেই রয়েছেন, আজও এখানে টেনিস কোর্টে টেনিস খেলা হবে৷ আমরা বলতে পারছি না উনি ম্যাচ দেখতে আসবেন কিনা৷’’
পিচের মুখ্য কিউরেটর শ্যাম বাহাদুপ সিংহ বলেছেন, ‘‘সন্ধ্যা সাড়ে সাতটার পর প্রচুর শিশির পড়বে, যাতে টস বড় ভূমিকা নেবে৷ সাধারণভাবে ক্রিকেটারদের মধ্যে ব্যাটসম্যানরা ভালো খেলবেন৷ শেষবার এই মাঠে জুলাই মাসে ঝাড়খণ্ড প্রদেশের টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলা হয়েছে৷’’
রাঁচিতে হালকা ঠাণ্ডা পড়ে গেছে, তাই হালকা কুয়াশার মতো থাকতে হবে৷ বৃষ্টির কোনও সম্ভবনা নেই৷ আর্দ্রতার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হয়ে যাবে৷ হাওয়ার গতি ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে৷ দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচ শিশির বড় ফ্যাক্টর৷