রবি শাস্ত্রী এখন অতীত। বর্তমান রাহুল দ্রাবিড়। বিরাট কোহলি এখন পুরনো অধ্যায়। নতুন পর্বে রোহিত শর্মা। তবে একটা ব্যাপারে এখনও সেই পুরনো ঘরানাই চলছে। যে কোনও মঞ্চে ভারতের সামনে বড় কাঁটা হয়ে দাঁড়ায় নিউ জিল্যান্ড। ৫০ ওভারের বিশ্বকাপ, তার পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সব শেষে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব। বারবার নিউ জিল্য়ান্ডের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে ভারতের বিশ্বখ্যাত টিম। কেন এমন হয়! সোজা ভাষায় উত্তর দিলে বলতে হবে, নিউ জিল্যান্ড যে কোনও বিভাগে ভারতীয় দলকে টেক্কা দিয়ে যায়। কোচ, ক্যাপ্টেন- যাই বদলাক, এই পরিস্থিতির বদল হচ্ছে না কিছুতেই। আজ কি হবে?
advertisement
আরও পড়ুন- ক্যাপ্টেন হয়ে টস জিতলেন রোহিত, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ভেঙ্কটেশ আইয়ারের
জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে দর্শকদের মনোরঞ্জনের অভাব হল না। করোনা পর্ব কাটিয়ে দর্শকরা ফিরেছেন মাঠে। মনোরঞ্জন ভরপুর না হলে তো মুশকিল। জয়পুরের উইকেট তাই ব্যাটারদের জন্যই বানিয়ে দিলেন কিউরেটর। সেখানে পেসারদের হাতে কিছু থাকল না। বল সুইং করল না। সোজা এল ব্যাটে। ফলে মহম্মদ সিরাজ, দীপক চাহারদের মন খুলে খেলে দিলেন মার্টিন গাপ্তিলরা। মার্ক চ্যাপম্যান খেলে দিলেন ৫০ বলে ৬৩ রানের ইনিংস। ওপেনার ড্যারিল মিচেলকে শুরুতেই তুলে নিয়েছিলেন ভুবি। তবে তাতে কোনও লাভ হল না। গাপ্তিল করলেন ৭০।
টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে কাপ খুইয়েছে নিউ জিল্যান্ড। সেই ক্ষত হয়তো এখনও দগদগে রয়েছে। তবে ভারতের সিরিজের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের জনপ্রিয় ক্যাপ্টেনকেন উইলিয়ামসন নেই। তবে তাঁর অভাব বুঝতে দিলেন না কিউয়ি ব্যাটাররা। শেষ পর্যন্ত ভারতের সামনে ১৬৫ রানের লক্ষ্যমাত্রা রাখলেন তাঁরা।