TRENDING:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মাত্র ৫২ রানে গুটিয়ে গেল নেপাল; এই বোলারের দুর্ধর্ষ বোলিংয়ে জয় ভারতের

Last Updated:

IND vs NEP Under-19s Asia Cup: ভারতীয় দলের অধিনায়ক উদয় সাহারান টস জেতেন এবং নেপালকে প্রথমে ব্যাট করতে পাঠান ৷  অধিনায়কের এই সিদ্ধান্ত যে সঠিক, সেটাই প্রমাণ করে দিয়েছে ভারতীয় বোলাররা। প্রথম থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে নেপালের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে নেপালকে ৫২ রানে হারিয়েছে ভারত। এর সৌজন্যে রয়েছে ভারতীয় বোলারদের দুর্ধর্ষ পারফরম্যান্স। পেসার রাজ লিম্বানির নেতৃত্বে দারুণ বোলিং করেছেন বোলাররা। এদিনের ম্যাচে নেপালের ব্যাটসম্যানরা সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। ভারতীয় দলের অধিনায়ক উদয় সাহারান টস জেতেন এবং নেপালকে প্রথমে ব্যাট করতে পাঠান ৷  অধিনায়কের এই সিদ্ধান্ত যে সঠিক, সেটাই প্রমাণ করে দিয়েছে ভারতীয় বোলাররা। প্রথম থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে নেপালের।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মাত্র ৫২ রানে গুটিয়ে গেল নেপাল; এই বোলারের দুর্ধর্ষ বোলিংয়ে জয় ভারতের (Limbani.Insta)
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মাত্র ৫২ রানে গুটিয়ে গেল নেপাল; এই বোলারের দুর্ধর্ষ বোলিংয়ে জয় ভারতের (Limbani.Insta)
advertisement

আরও পড়ুন-পৃথিবী কি শ্বাস নেয়! এই ভিডিও দেখলে স্তম্ভিত হয়ে যাবেন আপনিও

ফলে শুরুটা একেবারেই ভাল হয় নি নেপালের পক্ষে। ৫০ ওভারের মধ্যে ২২.১ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় নেপাল। মাত্র ৯ রানেই প্রথম উইকেট পড়ে যায় নেপালের। পেসার রাজ লিম্বানির বলে মাত্র ১ রান করে আউট হয়ে যান নেপালের ওপেনার দীপক বোহারা। এরপর উত্তম মগরের দ্বিতীয় উইকেটটিও নেন লিম্বানি। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যেতে বাধ্য হন তিনি। অর্জুন কুমালকে আউট করেন আরাধ্যা শুক্লা। মাত্র ৭ রান করেছেন অর্জুন। অন্যদিকে দলের অধিনায়ক দেব খানাল মাত্র ২ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

advertisement

আরও পড়ুন- স্পার্ম কাউন্ট কমছে? সমস্যা দূর করতে টানা ২১ দিন নিয়মিত সেবন করুন এই গাছের রস, ডায়াবেটিস-জন্ডিসেরও মহৌষধ

মাত্র ৪ রান করে আউট হন গুলশন ঝাঁ। অন্যদিকে রানের খাতা খোলার আগেই লিম্বানির বলে আউট হন দীপক দুমরি। আবার মাত্র ৪ রান করে আউট হন দীপেশ খান্ডেল। ভারতীয় দলের রাজ লিম্বানি সবথেকে বেশি অর্থাৎ মোট ৭টি উইকেট নিয়েছেন। আর আরাধ্যা শুক্লা এবং আরশিন কুলকার্নি নিয়েছেন যথাক্রমে ২টি এবং ১টি উইকেট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ম্যাচের আগে অর্থাৎ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছিল ভারত। ৮ উইকেটে ভারতীয় দলকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ভারত করেছিল ২৫৯ রান। মাত্র ২ উইকেট খুইয়ে ওই রান অনায়াসে তুলে দেয় পাক দল। আজান আওয়াইস পাকিস্তানের হয়ে দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকান। আর ওই ম্যাচে ভারতীয় দলের তিন জন ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরি করেছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মাত্র ৫২ রানে গুটিয়ে গেল নেপাল; এই বোলারের দুর্ধর্ষ বোলিংয়ে জয় ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল