তবে সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে রিলিজ করা নিয়ে যথেষ্ট প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারমে শেষ টেস্ট না খেললেও কেন দল ছেড়ে দেশে ফিরলেন বুমরাহ তা নিয়ে তৈরি হয় কৌতুহল। বিসিসিআই-এর ৩১ আগস্টের মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে, বুমরাহকে বিশ্রামের জন্য নয়, মাঝপথেই রিলিজ করা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ হিসেবে উঠে এসেছে তার হাঁটুর চোট।
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুমরাহ বর্তমানে হাঁটুর চোটে ভুগছেন। বিসিসিআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, এটি গুরুতর নয় এবং অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। মেডিকেল টিম স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছে। তবে অনেকের প্রশ্ন, যদি চোট গুরুতর না-ই হয়, তাহলে কেন তাকে দলের বাইরে পাঠানো হলো?
আরও বিস্ময়ের বিষয় হলো, ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস নিজেও চোটে ভুগছেন, তবুও তিনি দলের সঙ্গে রয়েছেন এবং ড্রেসিং রুমে তার উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বুমরাহের অভিজ্ঞতা ভারতীয় দলের কাজে আসতে পারত না? তাহলে কি ভারতের তারকা পেসারের চোট গুরুতর যা এশিয়া কাপের আগে চিন্তা বাড়াচ্ছে?
আরও পড়ুনঃ IND vs ENG: পঞ্চম দিনে প্রথম ২২ বল কাটিয়ে দিতে পারলেই বাড়বে ভারতের জয়ের সম্ভাবনা! কারণটা কী?
বর্তমানে বুমরাহ বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব শুরু করবেন। তার অনুপস্থিতিতে ভারতীয় বোলাররা ওভাল টেস্টে দারুণ পারফর্ম করেছেন। তবে ম্যাচটি এখনো হাড়হিম করা অবস্থায় রয়েছে, এবং শেষ দিনে ভারতের জয় বা পরাজয়—উভয়ই সম্ভব। এই প্রেক্ষাপটে বুমরাহের অনুপস্থিতি ভারতীয় দলের কৌশলে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।