আইপিএল ২০২৫-এ ঝড়ো ব্যাটিংয়ে সাড়া জাগানো ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী সম্প্রতি একটি অনুশীলন ম্যাচে ৯০ বলে ১৯০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। ইংল্যান্ড সফরের আগে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) খেলা এই ম্যাচে তিনি ২০০-রও বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে আবারও প্রমাণ করেছেন কেন তিনি ক্রিকেট দুনিয়ার অন্যতম সম্ভাবনাময় তরুণ তারকা।
advertisement
বিহারের এই বিস্ময় বালক রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে নজর কেড়েছেন। আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তিনি — এটি আইপিএলে সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ড। এই ইনিংসের পর থেকেই বৈভবকে ঘিরে শুরু হয় বিশ্বজুড়ে আলোচনা।
এই অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ, বৈভব সূর্যবংশীকে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত করা হয়েছে। ২৪ জুন থেকে ২৩ জুলাই ২০২৫ পর্যন্ত এই দল ইংল্যান্ড সফরে পাঁচটি যুব ওয়ানডে, দুটি চার দিনের ম্যাচ এবং একটি ৫০ ওভারের অনুশীলন ম্যাচ খেলবে। সেখানে বৈভব ইনিংস শুরু করবেন দলের অধিনায়ক আয়ুষ মাত্রের সঙ্গে।
আরও পড়ুনঃ IND vs ENG: আর হবে না খুঁজতে! অশ্বিনের যোগ্য বদলি পেয়ে গেল ভারত! ইংরেজরা দেখবে ভেলকি!
মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক করে নজির গড়েছিলেন বৈভব। আর এখন, তার দৃষ্টিনন্দন শট ও আত্মবিশ্বাসী ব্যাটিং ইংল্যান্ড সফরের আগে তাকে আরও আলোচনায় নিয়ে এসেছে। এনসিএ-তে খেলা সাম্প্রতিক অনুশীলন ম্যাচেও তিনি তার আগ্রাসী ব্যাটিং স্টাইল বজায় রেখেছেন। লং-অন, মিডউইকেট ও পয়েন্টের ওপর দিয়ে মারা একের পর এক ছক্কা তার ইনিংসের ভিডিওকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তুলেছে। বৈভব সূর্যবংশীর মত প্লেয়ার ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের এক উজ্জ্বল ইঙ্গিত।