হোটেলের বাইরে বাধা দেওয়া হয় টিম ইন্ডিয়ার কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য থ্রো-ডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্র দ্বিবেদী ওরফে রঘুকে। রাঘবেন্দ্র দ্বিবেদী ভারতের সবচেয়ে অভিজ্ঞ সাপোর্ট স্টাফ সদস্যদের মধ্যে একজন। যাকে ২০১১ সালে সচিন তেন্ডুলকর থ্রোডাউন স্পেশালিস্ট হিসেবে বেছে নিয়েছিলেন এবং তারপর থেকে স্কোয়াডের অন্যতম জনপ্রিয় সদস্য হয়ে উঠেছেন। সোমবার পুলিশ তাকে নাগপুরে টিম হোটেলে প্রবেশ করতে বাধা দেয়।
advertisement
একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় নাগপুরের র্যাডিসন ব্লু হোটেলের সামনে দুই পুলিশ অফিসার রাঘবেন্দ্র ওরফে ‘রঘু’ কে চিনতে পারেননি। তারা রঘুকে হোটেলে প্রবেশ করতে বাধা দেয়। তিনি বেআইনিভাবে হোটেলে প্রবেশ করছেন বলে মনে করেন। সেখানে উপস্থিত ফটোগ্রাফাররা চিৎকার করে বলেন, “আরে কোচ উনি। টিমের সঙ্গেই এসেছেন। বাস থেকেই নেমেছেন।” তারপর পুলিশ রঘুকে হোটেলের প্রবেশের অনুমতি দেয়। ঘটনার সময় হাসি মুখে দেখা যায় রঘুকে।
প্রসঙ্গত, রঘু ভারতীয় কোচিং স্টাফদের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ। তাঁর বিশেষত্ব হল, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পেসার ও স্পিনার যেমন বোলিং করতে পারেন ঠিক তেমনই পরিস্থিতি তৈরি করে ব্যাটারদের থ্রো-ডাউন করে ব্যাটিং অনুশীলন করানো। ভারতীয় ক্রিকেটারদের কাছে খুবই প্রিয় ব্যক্তি রঘু।