এদিন প্রথমেই সঞ্জু স্যামসনের উইকেট তুলে নেন মাহমুদ। অভিষেক শর্মা লড়াই করে ’৯ রান করলেও তাঁর উল্টো এন্ডে শুরু হয় আয়ারাম-গয়ারামের খেলা। তিলক ভর্মা, সূর্যকুমার যাদব ০ করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। দুটি উইকেটই তুলে নেন মাহমুদ।
আরও পড়ুন – Bollywood Gossip: এইসব কাজ করে আসা মেয়ে আবার সন্ন্যাসিনী, লুকনো কারণ সামনে আসতেই যা করা হল মমতা কুলকার্নিকে
advertisement
রিঙ্কু সিং ২৬ বলে ৩০ করে যখন আশা দেখাচ্ছিলেন তখনই তিনিও আউট হয়ে যান৷ রিঙ্কুর আউটের সময় স্কোরবোর্ড দেখাচ্ছিল ৫উইকেটে ৭৯ রান৷ এরপর অবশ্য ব্যাটিং বিপর্যয়ের বিষয়টিকে লজ্জার দিকে যেতে দেননি শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া৷
৩০ বলে ৫৩ করে আউট হন হার্দিক পান্ডিয়া৷ তিনি ৪ টি চার ও ৪ টি ছক্কা মারেন৷ তাঁকে আউট করেন ওভারটন৷ এছাড়া শিভম দুবে ৩৪ বলে ৫৪ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ তিনি রানআউট হন৷
এঁদের ঝোড়ো ব্যাটিংয়ের সাহায্যে ৯ উইকেটে ২০ ওভারে ১৮১ রান তোলে ভারত৷ ইংল্যান্ডের হয়ে মাহমুদ ৩ টি ও জেমি ওভারটন ২ টি উইকেট নেন৷