TRENDING:

Ind vs Eng T20: দুরন্ত রবি-হর্ষিত-বরুণ, আগুনে বোলিংয়ে শিরদাঁড়া ভেঙে দিল ইংল্যান্ড ব্যাটিংয়ের, ম্যাচ-সিরিজ ভারতের

Last Updated:

Ind vs Eng T20: চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ জিতল ১৫ রানে ৷ এর ফলে সিরিজ হল ৩-১৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Ind vs Eng T20: পুনেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা নিয়ে নেমেছিল ইংল্যান্ড৷ শুরুটা তারা জবরদস্ত করলেও পরের দিকে ভারতীয় বোলারদের শানদার বোলিংয়ে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ জিতল ১৫ রানে ৷ এর ফলে সিরিজ হল ৩-১৷ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুড়ে নিল টিম ইন্ডিয়া৷  হর্ষিত রানা ও রবি বিষ্ণোই-র ৩ টি করে উইকেট এবং বরুণ চক্রবর্তী ২-উইকেটের সৌজন্যে ম্যাচ জিতল ভারত৷
ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ Photo- AP
ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ Photo- AP
advertisement

প্রথম দুটি টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার পর ভারত তৃতীয় টি টোয়েন্টি খোয়ায়৷ পুনের চতুর্থ টি টোয়েন্টিতেও টপ অর্ডার ফের একবার ভয় দেখাল৷ শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জস বাটলারের ইংল্যান্ড৷ এদিন ২০ ওভারে ৯ উইকেটে ১৮১ রান করে ভারত৷ সৌজন্যে মিডল অর্ডার জুটি শিভম দুবে-হার্দিক পান্ডিয়া৷

এদিন প্রথমেই সঞ্জু স্যামসনের উইকেট তুলে নেন মাহমুদ। অভিষেক শর্মা লড়াই করে ’৯ রান করলেও তাঁর উল্টো এন্ডে শুরু হয় আয়ারাম-গয়ারামের খেলা। তিলক ভর্মা, সূর্যকুমার যাদব ০ করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। দুটি উইকেটই তুলে নেন মাহমুদ।

advertisement

আরও পড়ুন – Bollywood Gossip: এইসব কাজ করে আসা মেয়ে আবার সন্ন্যাসিনী, লুকনো কারণ সামনে আসতেই যা করা হল মমতা কুলকার্নিকে

রিঙ্কু সিং ২৬ বলে ৩০ করে যখন আশা দেখাচ্ছিলেন তখনই তিনিও আউট হয়ে যান৷ রিঙ্কুর আউটের সময় স্কোরবোর্ড দেখাচ্ছিল ৫উইকেটে ৭৯ রান৷ এরপর অবশ্য ব্যাটিং বিপর্যয়ের বিষয়টিকে লজ্জার দিকে যেতে দেননি শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া৷

advertisement

৩০ বলে ৫৩ করে আউট হন হার্দিক পান্ডিয়া৷ তিনি ৪ টি চার ও ৪ টি ছক্কা মারেন৷ তাঁকে আউট করেন ওভারটন৷ এছাড়া শিভম দুবে ৩৪ বলে ৫৪ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ তিনি রানআউট হন৷

এঁদের ঝোড়ো ব্যাটিংয়ের সাহায্যে ৯ উইকেটে ২০ ওভারে ১৮১ রান তোলে ভারত৷ ইংল্যান্ডের হয়ে মাহমুদ ৩ টি ও জেমি ওভারটন ২ টি উইকেট নেন৷

advertisement

জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও বেন ডাকেট জুটি ভালই শুরু করে৷ ৬২ রানের পার্টনারশিপ হয় প্রথম উইকেটে৷ রবি বিষ্ণোই বেন ডাকেটের উইকেট তুলে নিয়ে প্রথম ধাক্কাটা দেন৷

এরপর ঝটপট প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক জস বাটলার৷ তাঁর অবদান ২৷ বরুণ চক্রবর্তীর শিকার হওয়ার আগে হ্যারি ব্রুক করেন ৫১ রান৷ ইংল্যান্ডের হয়ে তিনিই সর্বোচ্চ রান করেন৷ এরপর সকলেই আয়ারাম-গয়ারাম৷ জেমি ওভারটন খালি ২ অঙ্কের রানে পৌঁছন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ভারতের হয়ে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রবি বিষ্ণোই দারুণ বোলিং করেন৷ এঁদের বোলিংয়ের সুবাদেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ভারত৷ এদিন ১৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড৷ ফলে ১৫ রানে ম্যাচ ও ৩-১ সিরিজ জিতল ভারত৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng T20: দুরন্ত রবি-হর্ষিত-বরুণ, আগুনে বোলিংয়ে শিরদাঁড়া ভেঙে দিল ইংল্যান্ড ব্যাটিংয়ের, ম্যাচ-সিরিজ ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল