TRENDING:

IND vs ENG: গম্ভীর-আগরকর কোনও কারণ ছাড়াই দল থেকে দিয়েছেন বাদ! সেই ব্যাটারই পিটিয়ে ছাতু করল বুমরাহ-জাদেজাদের

Last Updated:

IND vs ENG:তাঁর বিরুদ্ধে বারবার উঠেছে বঞ্চনার অভিযোগ। ঘরোয়া ক্রিকেটে ভুরি-ভুরি রান করেও জাতীয় দলে যথার্থভাবে পাননি সুযোগ। ফের একবার বঞ্চনার জবাব দিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তাঁর বিরুদ্ধে বারবার উঠেছে বঞ্চনার অভিযোগ। ঘরোয়া ক্রিকেটে ভুরি-ভুরি রান করেও জাতীয় দলে যথার্থভাবে পাননি সুযোগ। সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করলেও বিদেশ সফরে বসে থাকতে হয়েছে বেঞ্চেই। পরীক্ষিত না হয়েই আরও এক বিদেশ সফরে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। লড়াই-সংগ্রাম-বঞ্চনার যেন আরেক নাম হয়ে উঠেছেন সরফরাজ খান।
(Photo Courtesy- BCCI X)
(Photo Courtesy- BCCI X)
advertisement

ভারতীয় ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সরফরাজ খান। ইংল্যান্ডে চলমান ইন্ট্রা-স্কোয়াড ম্যাচে জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজাদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে ফের একবার তিনি নিজের সামর্থ্যের জোরালো প্রমাণ রেখেছেন। এরপর তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছেড়ে যান, যাতে অন্যান্য ব্যাটসম্যানরাও ব্যাট করার সুযোগ পান।

নির্বাচকরা বারবার তাকে মূল টেস্ট দলে উপেক্ষা করে আসছেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন পড়তে পারে। শুধু নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে সরফরাজ খান ভাল পারফর্ম করেছেন এমনটা নয়। এর আগে ‘ইন্ডিয়া এ’ বনাম ইংল্যান্ড লায়ন্স ম্যাচেও তিনি ৯২ রানের ইনিংস খেলেছিলেন, যেটিও ছিল যথেষ্ট চোখে পড়ার মতো।

advertisement

আরও পড়ুনঃ IND vs ENG: বৈভব সূর্যবংশীর থেকেও ভয়ঙ্কর ব্যাটার পেয়ে গেল ভারত! ১৩৪ বলে খেললেন ৩২৭ রানের ইনিংস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে ব্যস্ত। এর অংশ হিসেবে দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ খেলছেন। এতে ভারতীয় মূল দলের পাশাপাশি ‘ইন্ডিয়া এ’ দলের ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন। এই ম্যাচে ভালো পারফর্ম করে কেউ কেউ কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক অজিত আগারকরের নজরে পড়ার চেষ্টা করছেন। সরফরাজের এই সেঞ্চুরি শুধু আত্মবিশ্বাসই বাড়ায়নি, বরং নির্বাচকদের সামনে নতুন করে এক প্রশ্নও তুলেছে—একজন ধারাবাহিক পারফর্মারকে উপেক্ষা করাটা ন্যায্য ছিল কিনা?

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: গম্ভীর-আগরকর কোনও কারণ ছাড়াই দল থেকে দিয়েছেন বাদ! সেই ব্যাটারই পিটিয়ে ছাতু করল বুমরাহ-জাদেজাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল