একটি ম্যাচে জোড়া ইনিংস দেখেই সরফরাজ খানের প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেছেন, “সরফরাজকে আগে খেলতে দেখিনি। তবে সরফরাজের ব্যাটিংয়ের কথা মুম্বইয়ের কয়েকজন সতীর্থের কাছ থেকে শুনেছি। যাঁরা বলছিলেন, এই তরুণ ব্যাটসম্যান বড় ইনিংস খেলেন। সরফরাজের মতো ব্যাটসম্যানকে ফ্রি আউট রাখলে সে তার কাজ করে যাবে।”
এছাড়াও রোহিত বলেন,”আপনি যদি সরফরাজ খানকে কোনও কিছু না বলে নিজের মত খেলার জন্য ছেড়ে দেন, তাহলে তিনি তাঁর কাজ করে দেবে। অভিষেকের সময় যখন তার হাতে ক্যাপ তুলে দেওয়া হয়, তখন সে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল কিন্তু এরপর যখন ম্যাচ শুরু হয় তখন আমার কখনও ওঁকে নার্ভাস মনে হয়নি। এমন নির্ভয়ে ব্যাট করতে খুব কম জনকে দেখা যায়।”
advertisement
রোহিত শর্মা আরও যোগ করেন,”গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে যেভাবে রান করছিলেন, তাতে মনে হচ্ছিল এই ক্রিকেটারের মধ্যে কিছু একটা আছে। মাঠে তার এনার্জি লেভেল ছিল দেখার মতো। ম্যাচে যে মানসিকতা দেখিয়েছে সরফরাজ তাতে আমি খুশি। মাঠে তার এনার্জি লেভেল ছিল দেখার মত। ওঁর মধ্যে রান করার খিদে রয়েছে।”
প্রসঙ্গত, ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান সরফরাজ খান রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ৬৬ বলে ৬২ রান করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে সরফরাজ ৭২ বলে অপরাজিত ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। চতুর্থ টেস্টেও আরও ভাল কিছু করে দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন সরফরাজ খান।