ভারতীয় দলের জন্য বার্মিংহাম টেস্ট জয় সহজ বলেই মনে হচ্ছিল চতুর্থ দিনের শেষে। শেষ দিনে ৯০ ওভারের খেলায় তিনটি সেশনে ৭টি উইকেট নেওয়া কোনও কঠিন কাজ নয়। টিম ইন্ডিয়ার উদ্দেশ্য একেবারে স্পষ্ট—তারা যে করেই হোক উইকেট তুলে নিতে চায়। প্রথম ম্যাচে ৩৭১ রান করে হারার পর অধিনায়ক শুভমান গিল ৬০৮ রানের লক্ষ্য দিয়েছেন, যা অর্জন করা এক কথায় অসম্ভব। তবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: এবার বড় ঘোষণা বৈভব সূর্যবংশীর, বড় কিছু ঘটতে চলেছে! জেনে নিন বিস্তারিত
ইংল্যান্ডের জন্য বার্মিংহাম টেস্টে দুটি ফলাফল সম্ভব। তারা যদি পুরোদিন খেলে যেতে পারে, তাহলে ম্যাচ ড্র করতে পারে। আর যদি তাদের ব্যাটাররা পরপর আউট হয়ে যায় তাহলে হেরে যাবে। ম্যাচের শেষ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি খেলায় বাধা পড়ে, তাহলে সেই পরিস্থিতিতেও ম্যাচ ড্র হতে পারে। চতুর্থ দিনে ইংল্যান্ড ৭২ রানে ৩টি উইকেট হারিয়েছে। শেষ দিনে তাদের ৫৩৬ রান করতে হবে, যা একেবারেই অসম্ভব বলে মনে হচ্ছে। তবে বৃষ্টির কারমে ভারতের কত ওভার কমে যায় সেটাই দেখার। বৃষ্টি থামার পর মাঠ দেখে সেই সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা।