একা জসপ্রিত বুমরাহ, আর কেউ যেন নেই! লিডস টেস্টের প্রথম দিন ভারত অ্যাডভান্টেজ, এমনটা মনে হয়েছিল অনেকের। দ্বিতীয়দিন থেকেই যেন খেলা ঘুরতে শুরু করে! যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, ঋষভ পন্থের বড় ইনিংস। তার পরও যেন ভারতীয় দল এলোমেলো!
টেস্টে আট বছর পর প্রত্যাবর্তন করতে নেমেছিলেন করুণ নায়ার। তবে তিনি খাতাই খুলতে পারেননি। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৭১ রানে। ক্রিকেটপ্রেমীরা বলছেন, সাড়ে পাঁচশো রান করা উচিত ছিল। তবে তা হয়নি।
advertisement
ভারতীয় বোলিংয়ের কথা কম বলাই ভাল। কারণ বলতে গেলে পুরোটাই বুমরাহকে নিয়ে বলতে হবে। একা কুম্ভ রক্ষা করতে নেমেছেন যেন তিনি! বাকিরা আছেন, তবে থেকেও নেই। টেস্ট ক্রিকেটের বেসিক দাবি, দুই ইনিংসে প্রতিপক্ষের ২০টা উইকেট ফেলতে হবে। সেই চেষ্টা বুমরাহ ছাড়া আর কোনও ভারতীয় বোলারের মধ্যে যেন ছিল না! সব থেকে অবাক করা ব্যাপার, প্রথম ইনিংসে ভারতীয় বোলাররা করলেন সাতটি নো বল।
আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ, বড় কথা বলে দিলেন দাদা!
টেস্ট কেরিয়ারে বুমরাহ ১৪ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। তার মধ্যে ১২ বার বিদেশের মাটিতে। এদিন বুমরাহ ছুঁয়ে ফেললেন কপিল দেবকে। টেস্টেকপিল ২৩ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। তার মধ্যে ১২ বার বিদেশের মাটিতে। লিডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৪.৪ ওভার বল করলেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে তা দ্বিতীয় সর্বাধিক। পাঁচ ওভার মেডেন করেছেন বুমরাহ। বুমরাহ ৮৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজা নিলেন চারটি উইকেট।
বুমরাহর বলে ক্যাচ পড়েছে অন্তত চারটি। তা না হলে আজ পাঁচ উইকেট নয়, আরও বেশি শিকার পেতেন বুমরাহ। প্রথম ইনিংসে ভারত করে ৪৭১। ৪৬৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। অলি পপ ১০৬, হ্যারি ব্রুক ৯৯, বেন ডাকেট ৬২ রান করেন। ভারত দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৯০। কেএল রাহুল ও শুভমান গিল খেলছেন। যশস্বী ও সাই সুদর্শন রান পেলেন না।