ইরফানল জানান, তাঁর হাঁটুতে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, কিন্তু তবুও ৪০ বছর বয়সেও তিনি বোলিং চালিয়ে যাচ্ছেন। অবসর গ্রহণের পরেও তিনি বিভিন্ন অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের লিগে অংশ নিচ্ছেন এবং সেখানেও আগের মতোই পারফর্ম করছেন। তাঁর বোলিং ও ব্যাটিং এখনও সমান কার্যকর, এবং তিনি অবসরপ্রাপ্ত ভারতীয় দলের হয়ে ম্যাচ জেতানোয় ভূমিকা রাখছেন।
ধারাভাষ্যে ইরফানের এই প্রত্যাবর্তনও আলোচনার বিষয়। অস্ট্রেলিয়া সফরের পর দীর্ঘ সময় তাঁকে সম্প্রচার থেকে দূরে রাখা হয়েছিল। শোনা যায়, তাঁর কিছু মন্তব্যে টিম ইন্ডিয়ার কয়েকজন সদস্য অসন্তুষ্ট হয়েছিলেন, যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ পায়নি। এ সময় তিনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রিকেট বিশ্লেষণ ও মতামত প্রকাশ করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন।
advertisement
ইরফান পাঠানের কেরিয়ার ছিল যথেষ্ট সফল। তিনি ভারতের হয়ে ২৯টি টেস্টে ১১০৫ রান ও ১০০ উইকেট, এবং ১২০টির বেশি ওয়ানডে ম্যাচে ১৭৩ উইকেট ও ১৫৪৪ রান সংগ্রহ করেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। এখনও তিনি ক্রিকেটপ্রেমীদের জন্য অনুপ্রেরণার প্রতীক।