ভারতীয় ক্রিকেটে আরও এক উঠতি প্রতিভার আগমন ঘটেছে। বয়স মাত্র ১৩, কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে যেন অভিজ্ঞতার ছাপ রেখে যাচ্ছেন মুজাফফরপুরের নিম চকের বাসিন্দা আয়ন রাজ। সম্প্রতি মুজাফফরপুর জেলা ক্রিকেট লিগের অনূর্ধ্ব-১৪ বিভাগে এক অভূতপূর্ব ইনিংস খেলে সবাইকে চমকে দিয়েছেন এই কিশোর প্রতিভা।
বৃহস্পতিবার, শুভঙ্করপুর পাটাহি মাঠে অনুষ্ঠিত জেলা ক্রিকেট লিগের একটি ৩০ ওভারের ম্যাচে, সংস্কৃতি ক্রিকেট অ্যাকাডেমির হয়ে খেলতে নেমে আয়ন রাজ ১৩৪ বলে অপরাজিত ৩২৭ রান করেন। এই বিধ্বংসী ইনিংসে ৪১টি চার ও ২২টি ছক্কা মারে সে। স্ট্রাইক রেট ছিল ২০০-রও বেশি। এমন ইনিংস ভারতীয় যুব ক্রিকেটের ইতিহাসে বিরল এবং বিস্ময়কর।
advertisement
আয়ন ক্রিকেট খেলছে মাত্র ৫ বছর বয়স থেকে। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও অনুপ্রেরণা বৈভব সূর্যবংশী। যিনি ইতিমধ্যেই ১৪ বছর বয়সে ক্রিকেট জগতে খ্যাতি অর্জন করেছেন। বৈভব ও আয়ন ছোটবেলা থেকেই একসঙ্গে অনুশীলন করতেন। আয়নের ভাষায়, “বৈভব ভাইয়ার সাথে প্রতিবার কথা বললেই আমি অনুপ্রাণিত হই। আমরা ছোটবেলায় একসঙ্গে খেলতাম, আজ সে বড় হয়েছে, আমিও তার পথ অনুসরণ করছি।”
আয়নের লক্ষ্য একদিন ভারতের জাতীয় দলে খেলা। তার বাবাও একসময় ক্রিকেট খেলতেন এবং তার স্বপ্ন ছিল দেশের হয়ে প্রতিনিধিত্ব করা. যা শেষ পর্যন্ত পূরণ হয়নি। আয়ন আজ সেই স্বপ্ন বাস্তব করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। পরিবার সবসময় তার পাশে থেকেছে এবং তার প্রতিভা বিকাশে উৎসাহ দিয়েছে।
আয়নের সাফল্যের পিছনে রয়েছে অদম্য পরিশ্রম ও অধ্যবসায়। বৃষ্টি হোক বা উৎসব, ক্লাব বন্ধ থাকলেও আয়ন থেমে থাকেন না। বাড়ির ছাদে বানানো ইনডোর প্র্যাকটিস রুমেই চলে তার নিয়মিত অনুশীলন। পড়াশোনার চেয়ে ক্রিকেটেই তার মনোযোগ বেশি। দিনে-রাতে একটাই লক্ষ্য—ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা।
আয়ন রাজের এই অনন্য কীর্তি শুধু মুজাফফরপুর বা বিহার নয়, গোটা দেশের ক্রিকেট অনুরাগীদের মনে আশা জাগিয়েছে। ১৩ বছর বয়সে এই ধরনের ইনিংস শুধু প্রতিভার প্রমাণ নয়, বরং ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের সম্ভাবনার পরিচয়।