ভারতের বিরুদ্ধে নামার আগে থেকেই চোট সমস্যায় জর্জরিত ইংল্যান্ড দল। দলের চার প্রধান পেসার যারা প্রথম ১১-র নিয়মিত প্লেয়ার তারা চোটের কারণে প্রথম টেস্টের দলে জায়গা পায়নি। হাঁটুর চোটে কাবর মার্ক উড ও অলি স্টোন। আইপিএল খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন জোফ্রা আর্চার। এছাড়া হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেম গাস আটকিনসন।
advertisement
ঘোষিত দলে দীর্ঘ দিন পর গোড়ালির চোট সারিয়ে ফিরছেন ক্রিস ওকস। এ ছাড়া নটিংহ্যামশায়ারের জশ টং সুযোগ পেয়েছেন পেস অ্যাটাকে। এমনকী চোটেক কারণে অধিনায়ক বেন স্টোকসকে নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চিয়তা। কিন্তু প্রথম টেস্টের দল ঘোষণার পর দেখা গিয়েছে খেলছেন ইংল্যান্ড অধিনায়ক। ছাড়া চোট সারিয়ে ফিরেছেন ব্রাইডন কার্সও।
আরও পড়ুনঃ IND vs ENG: ভারতের কাজ হল অনেক সহজ! ইংল্যান্ড সফর শুরুর আগেই এল এমন খবর!
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে ঘোষিত ইংল্যান্ডেক প্রথম টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টং, ক্রিস ওকস।