প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২০৪ রানে ৬ উইকেট। সেখান থেকে মাত্র ১৮ রান যোগ করেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন করুণ নায়ার। দলে ফিরেই আগুন ঝরানো স্পেল করলেন গাস আটকিনসন। একাই নিলেন পাঁচটি উইকেট। এছাডডা জশ টাং ৩টি ও ক্রিস ওকস ১টি উইকেট নেন।
advertisement
ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৯২ রানের পার্টনারশিপ গড়েন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ডাকেটকে আউট করে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন আকাশ দীপ। প্রথম উইকেট পড়তেই আর সেভাবে ম্যাচে ঘুড়ে দাঁড়াতে পারেনি ইংরেজরা। সৌজন্যে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার দুরন্ত বোলিং। জ্যাক ক্রলির ৬৪, হ্যারি ব্রুকের ৫৩ ও বেন ডাকেটের ৪৩ রান ছাড়া কোনও ব্যাটার সেভাবে বড় স্কোর করতে পারেনি।
একটা সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১২৯ রানে ১ উইকেট। সেখান থেকে ২৪৭ রানে অলআউ হয়ে যায় পুরো দল। চোটের কারণে ব্যাট করতে নামেননি ক্রিস ওকস। ফলে ৯ উইকেটেই শেষ হয় ইনিংস। ভারতের পেস অ্যাটাকে এদিন সবথেকে ভাল বোলিং করেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। দুজনেই চারটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ২৩ রানের লিড পায় ইংল্যান্ড।
আরও পডুনঃ IND vs ENG: ওভালে প্রথম ইনিংসে বিরলতম বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল, যা এর আগে কখনও হয়নি!
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মারকাটারি ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতে দ্রুত ৪৬ রানের পার্টনারশিপ গড়েন কেএল রাহুলের সঙ্গে। তবে দ্বিতীয় ইনিংসেও বড় স্কোর করতে ব্যর্থ হন কেএল রাহুল। মাত্র ৭ রান করে আউট হন তিনি। সাই সুদর্শনও ফের নিরাশ করেন। ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি। যশস্বী জয়সওয়াল নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন। নাইট ওয়াচম্যান হিসেবে ক্রিজে রয়েছেন আকাশ দীপ। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৭৫ রানে ২ উইকেট। ৫১ রানে যশস্বী ও ৪ রানে আকাশ দীপ অপরাজিত রয়েছেন।