১৯৭৪ সালে কিংবদন্তি সুনীল গাভাসকর এই মাঠে শেষবার কোনো ভারতীয় ওপেনার হিসেবে অর্ধশতরান করেছিলেন। সেই ম্যাচে গাভাসকর করেছিলেন ১০১ ও ৫৮ রান, যদিও ভারত হেরে গিয়েছিল ১১৩ রানে। তারপর দীর্ঘ পাঁচ দশক ধরে ম্যাঞ্চেস্টারে ওপেনিংয়ে সফলতার মুখ দেখেননি কোনো ভারতীয় ওপেনিং ব্যাটার।
২০২৫ সালে এক দশক পর ভারত ফের এই ঐতিহাসিক ভেন্যুতে টেস্ট খেলতে নেমেছে ভারত। প্রথম দিন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ৯৪ রানের শক্তিশালী ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন।। দ্বিতীয় সেশনে যশস্বী তাঁর হাফসেঞ্চুরি পূর্ণ করে জায়গা করে নেন রেকর্ডবুকে। এর মাধ্যমে ভারতীয় ক্রিকেটে একটি বিরল মুহূর্ত ফিরে আসে।
advertisement
আরও পড়ুনঃ East Bengal: ডার্বিতে ফ্রি-কিকে জোড়া গোল, মেসির ঝলক দেখেছিলেন ইস্টবেঙ্গল ফ্যানেরা! এখন কোথায় ডু ডং?
উল্লেখ্য, ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। ১৯৯০ সালে এই মাঠেই সচিন তেন্ডুলকর করেছিলেন নিজের প্রথম টেস্ট শতরান। ওই ম্যাচে আজহারউদ্দিন করেছিলেন ১৭৯ রান করেছিলেন এবং ম্যাচটি ড্র হয়েছিল। তবে এরপর থেকে ২০১৪ পর্যন্ত এই মাঠে ভারতীয় দলের পারফরম্যান্স হতাশাজনকই ছিল।
