দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন কোনো রান না করেই আউট হয়ে গেলে, গিল (৭৮*, ১৬৭ বল) এবং রাহুল (৮৭*, ২১০ বল) ধৈর্যের সঙ্গে ইনিংস গড়েন এবং ইংল্যান্ডের ৩১১ রানের বিশাল লিড কাটিয়ে ওঠার পথ দেখান। এর আগে ইংল্যান্ড ৬৬৯ রানে অলআউট হয়ে যায়, অধিনায়ক বেন স্টোকসের দুরন্ত ১৪১ রানের ইনিংস খেলেন চতুর্থ দিনে।
advertisement
গিল ও রাহুল আরও আক্রমণাত্মক হতে পারতেন ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার লিয়াম ডসনের বিরুদ্ধে। কিন্তু তাঁরা ধৈর্যের সঙ্গে খেলে পেসারদের বিরুদ্ধে কিছু চোখ ধাঁধানো ড্রাইভ খেলেন।বএই জুটির ইনিংস শুধু ভারতের সম্ভাব্য ড্র-র আশা বাঁচিয়ে রাখেনি, বরং তাঁদের নাম ইতিহাসের পাতায়ও তুলেছে।
এই সিরিজে গিল ৪ ম্যাচে ৯৯.৫৭ গড়ে ৬৯৭ রান করেছেন। অন্যদিকে রাহুল ৭২.৫৭ গড়ে ৫০৮ রান করেছেন। গাভাসকরের পর রাহুলই দ্বিতীয় ভারতীয় ওপেনার যিনি বিদেশের মাটিতে এক টেস্ট সিরিজে ৫০০-র বেশি রান করলেন। ভারতের ইতিহাসে দ্বিতীয়বার যেখানে এক বিদেশি সিরিজে দুই ব্যাটার ৫০০+ রান করলেন। এর আগে ১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুনীল গাভাসকর এবং দিলীপ সরদেশাই মিলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। সেই সিরিজে ভারত ১-০ ব্যবধানে জিতেছিল এবং গাভাসকর-সরদেশাই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
আরও পড়ুনঃ KL Rahul: গাভাসকরের সঙ্গে একই আসনে কেএল রাহুল, গড়লেন একাধিক রেকর্ড
রাহুল আরও একটি কৃতিত্ব অর্জন করেছেন। তিনি গাভাসকরের (১৯৭৯ সালে ৫৪২ রান) পর দ্বিতীয় এশিয়ান ওপেনার, যিনি ইংল্যান্ডে এক টেস্ট সিরিজে ৫০০-র বেশি রান করলেন। সেইসঙ্গে তিনি ২১শ শতকে ইংল্যান্ডে ৫০০+ রান করা প্রথম বিদেশি ওপেনার, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের পর।