প্রথম ইনিংসে দুই দলের খেলাই শেষ হয়েছিল ৩৮৭ রানে। চতুর্থ দিনে ভারতীয় বোলারররা দুরন্ত পারফর্ম করে। ১৯২ রানে শেষ করে দেয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জো রুটের ৪০ ও বেন স্টোকসের ৩৩ রান ছাড়া কোনও ইংলিশ ব্যাটার সেভাবে লড়াই দিতে পারেনি। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন আকাশ দীপ ও নীতিশ রেড্ডি।
advertisement
তবে ১৯৩ রানের টার্গেট যে ভারতের পক্ষে খুব সহজ হবে না তা বোঝা গিয়েছিল ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়তেই। লর্ডসের পিচে একদিকের ঢাল ও অসমান বাউন্স যে ইংল্যান্ড ব্যাটারদের মত ভারতীয় ব্যাটারদের কাছেও চ্যালেঞ্জের হবে তা বোঝাই যাচ্ছিল। আর আদতে হলও তাই। তবে ওপেনিং করতে নেমে যশস্বী জয়সওয়াল যে খারাপ শট খেলে জোফ্রা আর্চারের বলে আউট হন, তার কোনও ক্ষমা নেই।
আরও পড়ুনঃ Mohun Bagan: ছিলেন মোহনবাগানের ‘গোল মেশিন’, ইস্টবেঙ্গলের ত্রাস! সেই ওডাফা এখন কোথায়? জানলে অবাক হবেন
দ্বিতীয় উইকেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন করুন নায়ার ও কেএল রাহুল। ৩৬ রান যোগ করেন তারা। কিন্তু কিছু বল বাইরের দিকে সাইন ও সিম থাকলেও পিচের কারণে আচমকা ভিতরের দিকে ঢুকে আসছিল। ব্রাইডন কার্সের তেমনই একটি ডেলিভারির শিকার হন করুন নায়ার। ১৪ রান করে এলবি আউট হন তিনি। শুভমান গিলও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। কার্সের একইরকম আরেকটি বলে ৬ রানে এলবি আউট হন গিল। আকাশ দীপ নাইট ওয়াচম্যান হিসেবে নামলেও ১ রান করে স্টোকসের বলে বোল্ড হন। পঞ্চম দিনে লর্ডসে কোন দল শেষ হাসি হাসে সেটাই দেখার।