চেন্নাইতে দ্বিতীয় ম্যাচের আগে বড় চমক দিল ইংল্যান্ড। মাইন্ড গেমে ভারতকে চাপে রাখতে ম্যাচের আগের দিন শুক্রবারই দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। আগ্রাসী ক্রিকেট খেলতে অভ্যস্ত ইংল্যান্ড। তাদের বাজবল ক্রিকেট নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা হয়। এবার সেই আগ্রাসন দেখা গেল টি-২০ ক্রিকেটের দল ঘোষণার ক্ষেত্রেও।
সাধারণত ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাটে ম্যাচের আগের দিন দল ঘোষণা করতে দেখা যায় না কোনও দেশকে। টেস্ট ও ওডিআই ক্রিকেটে এমনটা বহুবার হয়েছে। চেন্নাইতে দ্বিতীয় টি-২০ ম্যাচের একাদশে একটি বদল করেছে ইংল্যান্ড। গাস অ্যাক্টিনসনের পরিবর্তে প্রথম একাদশে আসছেন ব্রাইডন কার্স। প্রথম ম্যাচে ২ ওভার বোলিং করে ৩৮ রান দিয়েছিলেন আটকিনসন। তাই বোলিং লাইনে পরিবর্তন করে আটকিনসনের পরিবর্তে ব্রাইডন কার্সকে দলে নিয়েছেন ব্র্যান্ডন ম্যাকালাম।
advertisement
আরও পড়ুনঃ KKR News: মরশুম শুরুর আগেই খারাপ খবর কেকেআরে! হাতছাড়া হবে ‘অধিনায়ক’? বড় আপডেট
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।