দর্শকদের দিকে জল স্প্রে করছেন মাঠকর্মীরা। অবাক করা দৃশ্য। প্রথমে যখন ক্যামেরা এমন ছবি দেখাল, অনেকেই রীতিমতো অবাক। পরে জানা গেল, কোনও রাসায়নিক নয়, আসলে ঠান্ডা জল স্প্রে করা হয়েছিল দর্শকদের উপর। আসলে ফেব্রুয়ারি মাসেও তীব্র গরম কটকে। ফলে ছায়া নেই, এমন জায়গায় বসে খেলা দেখতে রীতিমতো সমস্যায় পড়েছিলেন অনেকে। তাঁদের গরম থেকে স্বস্তি দিতেই এই উদ্যোগ কর্তৃপক্ষের।
advertisement
আরও পড়ুন- পাকিস্তানি ক্রিকেটারের প্রেমিকা! তার পর স্বামীর মর্মান্তিক মৃত্যু! রেখা মানেই ‘রহস্য’
ম্যাচ দেখার জন্য এদিন বরাবাটি স্টেডিয়াম ছিল ভর্তি। তবে এই সময়ও সেখানে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে বেশ গরম অনুভব করছিলেন দর্শকরা। আর তখনই তাঁদের উপর ঠান্ডা জল স্প্রে করা হয়। অনেকেই এগিয়ে এসে মাথাও ভিজিয়ে নিলেন।
আসলে ৬ বছর পর কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারতের ওয়ানডে ম্যাচ। ফলে উন্মাদনা এতটাই যে, টিকিট কেনার লাইনে রীতিমতো পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশৃঙ্খলা যাতে না হয়, তার জন্য তৎপরতা ছিল। এমনকী চোখে পড়ল জল ছিটানোর ঘটনাও। কর্তৃপক্ষ বুঝিয়ে দিল, দর্শকদের জন্য নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তারা কোনও খামতি রাখেনি।
আরও পড়ুন- প্রিয়াঙ্কা চোপড়ার বর হতেন এই ক্রিকেটার! বড় তারকা, বিয়ে করতে চান দেশি গার্ল!
এদিন ভারতের সামনে ৩০৫ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ইংল্যান্ড। জো রুট সর্বাধিক ৬৯ রান করেন। বেন ডাকেট ৬৫ রান। রবীন্দ্র জাদেজা পেলেন তিনটি উইকেট। তবে ইংল্যান্ডে ৩০০ রানের গণ্ডি টপকানো থেকে আটকাতে পারল না ভারতের বোলাররা।