ভারতের অন্যান্য বোলারদের মত মহম্মদ সিরাজও দিনভর প্রাণপণে লড়াই করছিলেন উইকেট নেওয়ার। ৩৯তম ওভারের চতুর্থ বলে একটি বাউন্সার দেন যা ডাকেটের ব্যাটে কানায় লেগে যায়। বল উঠে যায় ডিপ স্কয়ার লেগে থাকা যশস্বী জয়সওয়ালের দিকে। সহজ না হলেও ক্যাচটি নেওয়ার মতো ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, এটি মুঠোবন্দি করতে ব্যর্থ হন যশস্বী। তখন ডাকেট ছিলেন ৯৭ রানে এবং পরক্ষণেই তিনি শতরান পূর্ণ করে ভারতের ওপর চাপ আরও বাড়িয়ে দেন।
advertisement
এই ম্যাচে এটি ছিল যশস্বীর চতুর্থ মিস ফিল্ডিং। আগের ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে একটি ক্যাচ হাতছাড়া করেন তিনি। ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর বলেন, “এটা কঠিন ক্যাচ হলেও, সিরাজের মতো বোলারের জন্য এই ধরনের সুযোগ কাজে লাগানো উচিত ছিল।” তিনি আরও বলেন, “এটা মূলত নার্ভের ব্যাপার। এমন একজন ফর্মে থাকা পেসারের কষ্ট নষ্ট হয়ে গেল একটি ক্যাচ মিসে।”
আরও পড়ুনঃ IND vs ENG: লিডসে লজ্জার রেকর্ড ভারতের! এমন কাণ্ড আগে কোনও দিন ঘটেনি!
মাঠে দৃশ্য ছিল দারুণ সংবেদনশীল। যশস্বীর মুখে ছিল গভীর অনুশোচনা, সান্ত্বনা দিতে এগিয়ে যান প্রসিদ্ধ কৃষ্ণ। অন্যদিকে মহম্মদ সিরাজ ছিলেন প্রচণ্ড ক্ষুব্ধ। বুঝে শুনেই যশস্বী তাঁর থেকে দূরত্ব বজায় রাখেন। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন একটি সুযোগ নষ্ট হওয়ায় ভারতের ম্যাচে ফেরার সম্ভাবনা বড় ধাক্কা খেয়েছে। এই ম্যাচ যশস্বীর জন্য হয়তো এক শিক্ষার জায়গা হয়ে থাকবে — ফিল্ডিং কখনো হালকাভাবে নেওয়ার নয়।