তবে এই ম্যাচে ভারতের ঘোষিত প্লেয়িং ইলেভেন নিয়ে অসন্তুষ্ট ক্রিকেট বিশেষজ্ঞ ও ফ্যানেদের একাংশ। বিশেষ করে এক জন খেলোয়াড়কে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। ব্যাট-বল দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন তিনি। তবুও চূড়ান্ত একাদশে সুযোগ পেয়েছেন। প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের একাদশে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ১ রান করেই আউট হয়ে যান।
advertisement
বোলিংয়েও তেমন কিছু করতে পারেননি। মাত্র ৬ ওভার বল করেছেন এবং ৩৮ রান খরচ করেছেন। ইংল্যান্ডের ইনিংসে ভারত মোট পাঁচ বোলার ব্যবহার করেছিল, যাদের মধ্যে চারজনই ২০ ওভারের বেশি বল করেছেন। শার্দুল ঠাকুরকে অলরাউন্ডার হিসেবে দলে রাখা হলেও, এই ম্যাচে তার পারফরম্যান্স একেবারেই আশাব্যঞ্জক নয়।
আরও পড়ুনঃ IND vs ENG: সমালোচকদের দিলেন জবাবা! সঙ্গে ৫টি বড় রেকর্ড পন্থের ঝুলিতে
ক্রিকেট বিশষজ্ঞদের দাবি, তার জায়গায় যদি নীতীশ কুমারকে সুযোগ দেওয়া হতো তাহলে অন্তত ব্যাট হাতে কিছু রান করতে পারতেন। দলের লিড ৫০ রানের বেশি হতে পারত। ভক্তদের আরও কটাক্ষ—”এখনও যদি মুম্বইয়ের সুপারিশের প্রভাব না কমানো যায়, তাহলে দলের উন্নতি সম্ভব নয়। নইলে এমনটাই চলতে থাকবে।”
