TRENDING:

Ind vs Ban: ফলো অন করাল না ভারত, বাংলাদেশের প্রথম ইনিংস খতম ১৫০ রানে, কামাল কুলদীপ

Last Updated:

India vs Bangladesh: কুলদীপের এদিন অবশ্য ৫ উইকেট হয়ে গেল৷ ১৬ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চট্টগ্রাম: ভারতীয় ক্রিকেট দল চট্টগ্রাম টেস্ট ম্যাচে বাংলাদেশেক নিজেদের দাপট দেখানো শুরু করে দিয়েছে৷ ২ম্যাচের সিরিজে প্রথম টেস্ট ম্যাচে সিরিজের আজ তৃতীয় দিন , তাদের ওপর ফলো অনের কালো মেঘ৷ যেভাবে চলছে তাতে তা এড়াতে পারবে বলে মনে হয় না৷ ১৫০ রানে শেষ হয় তখন ফলো অন করানো গেলেও ভারতীয় থিঙ্কট্যাঙ্ক তা করেনি৷
 Ind vs Ban: Kuldeep Yadav and Mohammed Siraj bowls superbly Know latest update- Photo Courtesy- Twitter
Ind vs Ban: Kuldeep Yadav and Mohammed Siraj bowls superbly Know latest update- Photo Courtesy- Twitter
advertisement

দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলা শেষ করেছিল ৮ উইকেটে ১৩৩ রানে৷  ভারত এদিকে নিজের প্রথম ইনিংসে ৪০৪ রান করেছিলেন৷ দ্বিতীয় দিনের ভারতীয় বোলার বিশেষ করে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ একেবারে আগুনে ফর্মে৷ তৃতীয় দিনের খেলা শুরু হয়ে গেছে৷ ১৩৩ থেকে দলের রান ১৫০ তে পৌঁছেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস৷

advertisement

আরও পড়ুন - শাহরুখের গলা জড়ালেন সৌরভ! ফিল্ম ফেস্টিভ্যালে সব বিতর্ক ধুয়েমুছে সাফ

এদিন কুলদীপের কামাল ইনিংসে শেষ উইকেটটি অক্ষর প্যাটলে তুলে নেন৷ কুলদীপের এদিন অবশ্য ৫ উইকেট হয়ে গেল৷ ১৬ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
এবার প্লাস্টিকের যুগ শেষ, বাজার কাঁপাচ্ছে মাটির বাসনপত্র! জেনে নিন দাম
আরও দেখুন

বাংলাদেশ দল ভারতকে ৪০৪ রানে প্রথম ইনিংস শেষ করেন৷ ভারতের প্রথম ইনিংসের শুরুটাও অবশ্য খুব ভাল হয়নি৷ তবে রবিচন্দ্রন অশ্বিন (৫৮), এবং কুলদীপ (৪০) রান তোলেন অষ্টম উইকেট জুটিতে ওঠে ৮৭ রান৷ এর দৌলতেই ভারত ৪০০-র ওপর রান করে ফেলে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Ban: ফলো অন করাল না ভারত, বাংলাদেশের প্রথম ইনিংস খতম ১৫০ রানে, কামাল কুলদীপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল