দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলা শেষ করেছিল ৮ উইকেটে ১৩৩ রানে৷ ভারত এদিকে নিজের প্রথম ইনিংসে ৪০৪ রান করেছিলেন৷ দ্বিতীয় দিনের ভারতীয় বোলার বিশেষ করে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ একেবারে আগুনে ফর্মে৷ তৃতীয় দিনের খেলা শুরু হয়ে গেছে৷ ১৩৩ থেকে দলের রান ১৫০ তে পৌঁছেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস৷
advertisement
আরও পড়ুন - শাহরুখের গলা জড়ালেন সৌরভ! ফিল্ম ফেস্টিভ্যালে সব বিতর্ক ধুয়েমুছে সাফ
এদিন কুলদীপের কামাল ইনিংসে শেষ উইকেটটি অক্ষর প্যাটলে তুলে নেন৷ কুলদীপের এদিন অবশ্য ৫ উইকেট হয়ে গেল৷ ১৬ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি৷
বাংলাদেশ দল ভারতকে ৪০৪ রানে প্রথম ইনিংস শেষ করেন৷ ভারতের প্রথম ইনিংসের শুরুটাও অবশ্য খুব ভাল হয়নি৷ তবে রবিচন্দ্রন অশ্বিন (৫৮), এবং কুলদীপ (৪০) রান তোলেন অষ্টম উইকেট জুটিতে ওঠে ৮৭ রান৷ এর দৌলতেই ভারত ৪০০-র ওপর রান করে ফেলে৷
