শাহরুখের গলা জড়ালেন সৌরভ! ফিল্ম ফেস্টিভ্যালে সব বিতর্ক ধুয়েমুছে সাফ
- Published by:Suman Majumder
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
KIFF 2022: শাহরুখ খানের সঙ্গে একই মঞ্চে সৌরভ। কী বললেন তিনি কিং খানকে নিয়ে!
#কলকাতা: তিনি বাংলার ব্র্যান্ড আম্বাসাডর। অথচ তাঁকেই বাংলায় দেখা যায় কালেভদ্রে। এই নিয়ে অনেকেরই অভিযোগের শেষ নেই। নিন্দুকেরা বলেন, ফিল্ম ফেস্টিভ্যাল এলেই কলকাতায় দেখা মেলে শাহরুখ খানের। এমন দাবিতে অবশ্য যুক্তি আছে।
বৃহস্পতিবার ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসব উপলক্ষে ফের কলকাতায় এলেন কিং খান। বাদশাহর আগমনে শীতের কলকাতায় উৎসবের মেজাজ। একই মঞ্চে কিং খান, অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, কুমার শানু, সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। ফিল্ম ফেস্টিভাল-এর জন্য যেন চাঁদের হাট কলকাতা।
আরও পড়ুন- আর্জেন্টিনার ক্লাবেই ফিরছেন মেসি! ছেলেবেলার শহরেই শেষ করবেন ফুটবল জীবন
ফিল্ম ফেস্টিভালে এসে আপ্লুত সৌরভ। বলে ফেললেন মনের কথা। সৌরভ বললেন, 'এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। আমি ফিল্ম ফেটার্নিটির লোক নই। শেষ দুবছর মহামারীর জন্য খুব কঠিন সময় কেটেছে সবার। আবার আমরা সেলিব্রেশনের মতো একটা মঞ্চ পেলাম।'
advertisement
advertisement
আরও পড়ুন- মেসি সন্দেশ, আর্জেন্টিনা রসগোল্লা! হু হু করে বিক্রি হচ্ছে হাওড়ার এই দোকানে
বিগ বি-র সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে মহারাজ আরও বললেন, 'অমিত জি-র ৮০ তম জন্মদিন এটা। আমি বিশ্বাস করি আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। শাহরুখের এই শহরের সঙ্গে সম্পর্ক অনেকদিনের। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার ও। ৪ বছর বাদে ওর নতুন সিনেমা আসছে। ভাল হোক সেটা। শাহরুখ এই শহরের সিনেমা ছাড়াও খেলাধূলার সঙ্গে রয়েছে।'
Location :
First Published :
December 15, 2022 7:28 PM IST