TRENDING:

Weather Update: ভারত বনাম বাংলাদেশ ম্যাচ আর কিছুক্ষণেই, রইল লেটেস্ট ওয়েদার আপডেট

Last Updated:

মঙ্গলবারও অ্যাডিলেডে বৃষ্টি হয়েছে৷ অবশ্য বুধবার আবহাওয়ায় সামাণ্য পরিবর্তন এসেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যাডিলেড: রোহিত শর্মা (Rohit Sharma)  আজ ক্রিকেটের বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই৷ অ্যাডিলেডে হতে চলা এই মোকাবিলায় বৃষ্টির আশঙ্কা রয়েই যাচ্ছে৷
advertisement

মঙ্গলবারও অ্যাডিলেডে বৃষ্টি হয়েছে৷ অবশ্য বুধবার আবহাওয়ায় সামাণ্য পরিবর্তন এসেছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা উঠলে ভারতের শুরুটা ভালই হয়েছে৷ পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেয়েছে৷  কিন্তু শেষ খেলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার মানতে হয়েছে৷ তাদের ৩ ম্যাচে ৪ পয়েন্ট৷ বাংলাদেশেরও ৩ ম্যাচে ৪ পয়েন্ট৷ নেট রানরেটে কারণে তারা ভারতীয় দলের পিছনে রয়েছে৷

advertisement

ind vs ban: india's next 2 matches are important but there is a danger of rain

ভারতের আজ হতে চলা ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে দুই দলই এক পয়েন্ট করে পাবে৷ টিম ইন্ডিয়া শেষ খেলা ৬ নভেম্বর মেলবোর্নে জিম্বাবোয়ের বিরুদ্ধে৷ সেই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷ সারা দিনই মেঘলা থাকবে৷ মেলবোর্নে বৃষ্টির কারণে একাধিক ম্যাচে বাধা পড়েছে৷ এই জন্যে ভারতের সেমিফাইনালের রাস্তায় পাকিস্তান বড় কাঁটা হয়ে উঠতে পারে৷

advertisement

আরও পড়ুন - Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি সাইক্লোন! রইল আজকের টাটকা ওয়েদার আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

সুপার ১২-র গ্রুপ ২ তে ভারতের নেট রানরেট এখন ০.৮৪৪৷ সেখানে পাকিস্তানের নেট রানরেট ০.৭৬৫৷ তারা ভারতের থেকে খুব বেশি পিছিয়ে নেই৷  তাদের ৩ ম্যাচে ২ পয়েন্ট রয়েছে৷ তাদের পয়েন্ট ২৷ সেমিফাইনালের লড়াইতে টিকে থাকতে গেলে আগামী দুটি ম্যাচই তাদের জিততে হবে৷ আর তাদের প্রার্থনা করতে হবে ভারত যেন নিজের দুটি ম্যাচ থেকে ২ পয়েন্টের বেশি না পায়৷ তারা ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকা এবং ৬ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Weather Update: ভারত বনাম বাংলাদেশ ম্যাচ আর কিছুক্ষণেই, রইল লেটেস্ট ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল