ফিল সিমন্স বলেন, “ভারত তারকায় ভরা একটি দল হলেও, তাদের হারানো অসম্ভব নয়। প্রতিটি দলই ভারতকে হারানোর সামর্থ্য রাখে।” তিনি আরও জানান,”ম্যাচ যেদিন খেলা হয়, সেদিনের পারফরম্যান্সই প্রধান বিষয়। অতীতে কে কী করেছে তা বড় কথা নয়। ম্যাচ চলাকালীন তিন ঘণ্টা চল্লিশ মিনিটেই ঠিক হবে কারা জিতবে। বাংলাদেশ দল ভারতের দুর্বলতা খুঁজে বের করে সেই জায়গায় আঘাত হানতে প্রস্তুত বলেও জানান সিমন্স।”
advertisement
বাংলাদেশ ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি দুর্দান্ত জয়েরপর এই ম্যাচে নামছে, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সিমন্স বলেন, “ভারতের মতো দলের বিরুদ্ধে খেলার সময় স্বাভাবিকভাবেই অনেক হাইপ থাকে। কিন্তু আমরা সেই চাপকে উপভোগ করতে চাই এবং খেলার আনন্দ নিতে চাই।” তাঁর মতে, এই মুহূর্তে নিজের সেরাটা উজার করাই সবচেয়ে বড় বিষয়।
আরও পড়ুনঃ IND vs BAN: পাকিস্তানের পর এবার পালা বাংলাদেশের! উইনিং কম্বিনেশন ভাঙবে ভারত! দলে বড় বদল? বিরাট চমক!
দুবাইয়ের পিচ সম্পর্কে সিমন্স বলেন,”এটি ব্যাটিংয়ের জন্য যথেষ্ট অনুকূল। ৪০ ওভারের মধ্যে পিচে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। ফলে টসের বিশেষ গুরুত্ব নেই বলে তিনি মনে করেন।” সব মিলিয়ে আজকের ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা করা হচ্ছে। ভারতীয় দলও তৈরি সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করতে।