ম্যাচে টস ভাগ্য সাথ দিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। দুবাইয়ের উইকেটে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টস হারলেও সূর্যকুমার যাদব জানান তিনি ব্যাটিং করতেই চাইছিলেন। চোটের কারণে অধিনায়ক লিটন দাস ছিটকে গিয়েছেন। এছাড়াও দলে ৩টি পরিবর্তন হয়েছে। ভারতীয় দলের একাদশে কোনও পরিবর্তন হয়নি।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমন গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী,জসপ্রিত বুমরাহ।
advertisement
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, পরভেজ হোসেন ইমন, তোহিদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলি (অধিনায়ক, উইকেটকিপার), মহম্মদ সইফুদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
