TRENDING:

IND vs BAN: ভারতের বিরুদ্ধে টস জিতে বোলিং বাংলাদেশের, একাদশে মোট ৪ বদল, বড় চমক!

Last Updated:

IND vs BAN: সুপার ফোর পর্বের প্রথম ম্যাচ জিতেছে দুই দল। এশিয়া কাপের সুপার ফোর পর্বের এবার ভারত-বাংলাদেশ মহারণ। ফাইনালে ওঠার লড়াইও বলা চলে। কারণ এই ম্যাচ যে জিতবে তাদের ফাইনালের টিকিট পাকা হয়ে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুপার ফোর পর্বের প্রথম ম্যাচ জিতেছে দুই দল। এশিয়া কাপের সুপার ফোর পর্বের এবার ভারত-বাংলাদেশ মহারণ। ফাইনালে ওঠার লড়াইও বলা চলে। কারণ এই ম্যাচ যে জিতবে তাদের ফাইনালের টিকিট পাকা হয়ে যাবে। বাংলাদেশের বিপক্ষে ভারত প্রথমবার খেলবে। বাংলাদেশও শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
News18
News18
advertisement

ম্যাচে টস ভাগ্য সাথ দিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। দুবাইয়ের উইকেটে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টস হারলেও সূর্যকুমার যাদব জানান তিনি ব্যাটিং করতেই চাইছিলেন। চোটের কারণে অধিনায়ক লিটন দাস ছিটকে গিয়েছেন। এছাড়াও দলে ৩টি পরিবর্তন হয়েছে। ভারতীয় দলের একাদশে কোনও পরিবর্তন হয়নি।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমন গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী,জসপ্রিত বুমরাহ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, পরভেজ হোসেন ইমন, তোহিদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলি (অধিনায়ক, উইকেটকিপার), মহম্মদ সইফুদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs BAN: ভারতের বিরুদ্ধে টস জিতে বোলিং বাংলাদেশের, একাদশে মোট ৪ বদল, বড় চমক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল