এই সিরিজে ভারতীয় দল তাদের বেশিরভাগ সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দিয়েছে। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক করা হয়েছে ঋতুরাজ গায়কওয়াড়কে। শ্রেয়স আইয়ারকে প্রথম তিন ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। শেষ দুই ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরবেন শ্রেয়স। অপরদিকে ব্যাগি গ্রিনদের দায়িত্বে দেখা যাবে ম্যাথিউ ওয়ে়ডকে। পূর্ণ শক্তির দল নিয়েই নামছে বিশ্বজয়ীরা।
advertisement
তবে এই সিরিজ শুরুর আগে বেশ কিছু প্রশ্ন রয়ছে ক্রিকেট প্রেমিদের মনে। তার মধ্যে অন্যতম হল ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ কোন চ্যানেলে ও অন লাইনে কোথায় লাইভ স্ট্রিমিং দেখা যাবে। বিশ্বকাপ স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখালেও এবার ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের ক্ষেত্রে চ্যালেন ও লাইভ স্ট্রিমিং অ্যাপ দুটিই পাল্টে গিয়েছে। দেখে নিন আপনাদের সকল প্রশ্নের উত্তর।
১. ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজ কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ নভেম্বর।
২. ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজ কোথায় হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম, গুয়াহাটি, রায়পুর ও বেঙ্গালুরুতে।
৩. ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
৪. ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ ম্যাচ কোন চ্যানেলে কোথায় দেখা যাবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।
৫. ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
জিও সিনেমা অ্যাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।