India vs Australia 1st T20: নেই কোনও সিনিয়র, টি২০-তে ভারতীয় একাদশে একাধিক চমক! বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে বদলার আগুনে জ্বলছে টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia 1st T20 Match Preview and Probable 11: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের রেশ ও হতাশা এখনও কাটেনি। কিন্তু চার দিনের মধ্যেই ফের মাঠে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে ভারত বনাম অস্ট্রেলিয়া ৫ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।
বিশাখাপত্তনম: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের রেশ ও হতাশা এখনও কাটেনি। কিন্তু চার দিনের মধ্যেই ফের মাঠে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে ভারত বনাম অস্ট্রেলিয়া ৫ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।
বিশ্বকাপের পর এই সিরিজে টিম ইন্ডিয়া তাদের বেশির ভাগ সিনিয়র প্লেয়ারদের রেস্ট দিয়েছে। বিশ্বকাপের দলে থাকা মাত্র ৩ জন টিম ইন্ডিয়ার ক্রিকেটার টি-২০ সিরিজে খেলছেন। তারা হলেন সূর্যকুমার যাদব, ঈশান কিশান ও প্রসিদ্ধ কৃষ্ণা। তবে অস্ট্রেলিয়া নামছে পূর্ণ শক্তির দল নিয়ে।
এই সিরিজে ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। এছাড়া এক ঝাঁক তরুণ প্লেয়ারদের গড়া হয়েছে ভারতীয় দল। সামনের বছর টি-২০ বিশ্বকাপ। তাঁকেই পাখির চোখ করে এখন থেকেই এগোতে চাইছে বিসিসিআই।
advertisement
advertisement
বিশাখাপত্তনমের উইকেট বরাবর ব্যাটিং সহায়ক হয়ে থাকে। তবে এখানকার উইকেটে স্পিনাররা একটু বাড়তি সাহায্য পেয়ে থাকে। হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে টস জিতে বোলিং করা সঠিক সিদ্ধান্ত হতে পারে।
বিরাট কোহলি, রোহিত শর্মা সহ সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। কি কম্বিনেশনে টিম খেলায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০-তে ভারতের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ঈশান (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আভেস খান।
advertisement
এক ঝলকে ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার সম্বাব্য একাদশ: ট্রেভিস হেড, ম্যাথিউ শর্ট, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার, অধিনায়ক), মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, তনবীর সাঙ্গা, ন্যাথান এলিস, জেসন বেহরনড্রফ, অ্যাডাম জাম্পা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 9:02 AM IST