TRENDING:

১০০ তে থামলেন না কিং কোহলি, ঝড়ের গতিতে ‘বিরাট’ রানের ইনিংস বিরাটের, কুর্নিশ কোহলি

Last Updated:

এদিনের বিরাট কোহলির ইনিংস থামল ৩৬৪ বলে ১৮৬ রানে৷ তাঁর ইনিংস  সাজানো ১৫ টি চার দিয়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: ২৪১ বলে শতরান, এরপরেই আহমেদাবাদ দেখল এক অন্য বিরাট কোহলিকে৷ তাঁর ঝকঝকে , ক্লাসিক ও অথচ ধামাকাদার ব্যাটিং দেখে পয়সা উসুল রবিবার হয়ে গেলে ক্রিকেটপ্রেমীদের৷ একবার মনে হচ্ছিল ২০১৭-র পর এবার ফের দ্বিশতরানই করে ফেলবেন বিরাট কোহলি কিন্তু ১৮৬ তেই থামতে হল কিংকে৷
বিরাটের বিরাট ইনিংস
বিরাটের বিরাট ইনিংস
advertisement

লম্বা খরার অবসান শেষে হল বৃষ্টি৷ রানের বৃষ্টি৷ বিরাট কোহলি শনিবার দিন আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে অর্ধশতরান করে ১৪ মাসের অর্ধশতরানের খরা কাটিয়েছিলেন৷ আর রবিবার দিন শতরান এল ২০১৯-র ২২ নভেম্বরের পর৷ তিন বছর ৩ মাস ১৭ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর তাঁর ব্যাটে ফের জ্বলওয়া, কিং কোহলি ইজ ব্যাক৷ এদিনের বিরাট কোহলির ইনিংস থামল ৩৬৪ বলে ১৮৬ রানে৷ তাঁর ইনিংস  সাজানো ১৫ টি চার দিয়ে৷

advertisement

এদিন ১৮৬ রানের ইনিংস থামে মার্ফির বলে৷ লাবুসেন তাঁর ক্যাচ নেন৷ বিরাট কোহলি রবিবার শতরান করলেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৫ টি চার দিয়ে৷  এই পরিসংখ্যানই বলে দেয় কতটা ধৈর্য্য ধরে নিজের শতরানের দিকে এগিয়েছেন কোহলি৷ কিং কোহলির টেস্টে এটি ২৮তম শতরান৷ এদিন টেস্টে নিজের ২৮ তম শতরান করে নিলেন বিরাট কোহলি৷

advertisement

আরও পড়ুন -   Virat Kohli Century: কীসে চুমু খেলেন বিরাট, ৩ বছরের শতরান খরা কাটিয়ে অন্যরকম সেলিব্রেশন, ভাইরাল ভিডিও

এদিন বিরাট কোহলি নিজের শতরান করেন ২৪১ বলে৷ সেই ইনিংসে ছিল মাত্র পাঁচটি চার৷ ছিল না একটিও ছক্কা৷ বিরাটের খেলার সঙ্গে তাঁর এই ওয়াগন হুইল একেবারেই খাপ খায় না৷ কিনতু তিন বছর তিন মাসের পর টেস্ট শতরান ব্যাটে আসার পরেই এদিন বিরাটের ব্যাট হয়ে যায় খাপ খোলা তলোয়ার৷

advertisement

বাংলাদেশের বিরুদ্ধে  ভারতের প্রথম ডে নাইট পিঙ্ক বল টেস্টে এই নজির গড়েছিলেন বিরাট কোহলি৷ প্রথম ইনিংসে বাংলাদেশকে ১০৬ রানে অল আউট করে দেওয়ার পর ভারতীয় দল প্রথম ইনিংসে ম্যামথ ৩৪৭ রান করেছিল, তারপর ইনিংস ডিক্লেয়ার দেওয়া হয়েছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কোহলির সেই ক্লাসিক শতরান সাজানো ছিল ১৮ টি বাউন্ডারি দিয়ে৷ ২৭ তম শতরানের সেই ইনিংসে তাঁকে আউট করেন এবাদত হোসেন৷ কিন্তু তারপর থেকে যেন ফুলস্টপ পড়ে গিয়েছিল৷ আর সেই শতরানের খরাতে ফুলস্টপ এল আহমেদাবাদে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
১০০ তে থামলেন না কিং কোহলি, ঝড়ের গতিতে ‘বিরাট’ রানের ইনিংস বিরাটের, কুর্নিশ কোহলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল