দেখে নিন নেটিজেনরা কীভাবে রোহিত শর্মার এই কাজকে কুর্নিশ করছেন৷ দীনেশ কার্তিকের হাতে ট্রফি তুলে দিয়ে সেলিব্রেশনের মুহূর্ত৷
এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় দীনেশ কার্তিক৷ তাঁর হাতেই ট্রফি তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। বছর ৩৭-র কার্তিক দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। ২০০৪ এ ভারতীয় জার্সিতে তাঁর অভিষেক হয়েছিল। দীর্ঘ সময়ে তিনি দলে একাধিকবার ঢুকেছেন, বেরিয়েছেন কিন্তপ কয়েক মাস আগে তিনি দলে নাটকীয়ভাবে টি টোয়েন্টি দলে জায়গা পান এবং এখন তিনি ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতের অন্যতম সেরা ফিনিশারের দায়িত্ব সফলভাবে পালন করছেন৷
advertisement
আরও পড়ুন - শহরের একটি রাস্তার নাম প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিনের ম্যাচে খুব একটা ব্যাট করার সুযোগ পাননি দীনেশ কার্তিক। মোহালিতে খেলা প্রথম ম্যাচে মাত্র ৬ রান করে আউট হন তিনি। এরপর নাগপুরে কার্তিক তার নিজের ধামাকা স্টাইলে ২ বলে ১০ রান করে ম্যাচ শেষ করেন। হায়দরাবাদে নির্ধারক ম্যাচে এক রানে অপরাজিত থাকেন তিনি।
আরও পড়ুন - Weather Update: ১০ রাজ্যে জমিয়ে বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ পশ্চিমবঙ্গের লেটেস্ট ওয়েদার আপডেট
দীনেশ কার্তিকও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইন্ডিয়ান টিমে নির্বাচিত হয়েছেন। তিনি ছাড়াও উইকেটরক্ষক হিসেবে দলে আছেন ঋষভ পন্থও। শুধু নির্বাচনই নয়, ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ দীনেশ কার্তিককে প্লেয়িং ১১-এ সুযোগ দেওয়ার স্বপক্ষে সওয়াল করছেন। দীনেশ কার্তিক আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ফিনিশারের ভূমিকাও পালন করছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা খেলিয়ে রোহিত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ভারতের হয়ে ছয় নম্বরে খেলবেন। এমনকি সেক্ষেত্রে বেঞ্চে বসতে হতে পারে ঋষভ পন্থকে৷
