TRENDING:

IND vs AUS: টার্গেট বিশ্বকাপ ফাইনালের টিকিট! সেমিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর 'অস্ত্র' পেল ভারত!

Last Updated:

IND vs AUS How To Beat Australia In ICC Women's World Cup 2025 Semi Final: মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। পরিসংখ্যান যদিও একেবারেই ভারতের পক্ষে নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। পরিসংখ্যান যদিও একেবারেই ভারতের পক্ষে নয়। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠে খেললেও, কন্ডিশন নিজেদের পক্ষে থাকলেও, এমনকি প্রতিপক্ষ অধিনায়ক ইনজুরি থেকে ফিরলেও অস্ট্রেলিয়া বরাবর ফেভারিট। একদিনের ক্রিকেটের ইতিহাসে দুই দলের ৬০ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৪৯টি, এবং সর্বশেষ তিনটি জয়ও তাদেরই। তবুও, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সব হিসেব বদলে দিতে পারে একদিনের পারফরম্যান্স—এই বিশ্বাসই এখন ভারতের ভরসা।
News18
News18
advertisement

তবে ম্যাচের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়ালেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তার মতে, অস্ট্রেলিয়া হয়তো দুর্দান্ত, কিন্তু অজেয় নয়। ভারতের খেলোয়াড়দের তিনি মনে করিয়ে দেন, “এটা একটা ক্রিকেট ম্যাচ, জীবন-মৃত্যুর প্রশ্ন নয়।” বিশপের মতে, খেলোয়াড়দের শান্ত ও আত্মবিশ্বাসী থাকতে হবে, কারণ চ্যাম্পিয়ন দলের বিপক্ষে নামতে গেলে আতঙ্ক নয়, দরকার মনোযোগ ও বিশ্বাসের। তিনি আরও বলেন, “ভারত যদি ভাবে যে একবার তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাহলে কাল সেই ইতিহাস আবারও লেখা যেতে পারে।” এই বার্তাই বিশপের মতে ভারতের মানসিক প্রস্তুতির মূল চাবিকাঠি।

advertisement

ভারতের ওপেনার শেফালি ভার্মার ক্ষেত্রেও একই বার্তা প্রযোজ্য। ইনজুরির কারণে প্রতীকা রাওয়াল ছিটকে যাওয়ায় শেফালির কাঁধে বড় দায়িত্ব এসেছে। বিশপ পরামর্শ দেন, “এটা এক ম্যাচের সুযোগ, তাই ওর ভাবা উচিত—এই সুযোগটাই পার্থক্য গড়ে দিতে পারে। চাপ নয়, বরং সুযোগের আনন্দটা নিতে হবে।” তরুণ ব্যাটার হিসেবে শেফালির দায়িত্ব শুধু রান তোলা নয়, বরং দলের সূচনা দৃঢ়ভাবে করে দেওয়া।

advertisement

তবে ভারতের আসল দোটানা বোলিং কম্বিনেশন নিয়ে। টুর্নামেন্টের শুরুতে অস্ট্রেলিয়ার মতো গভীরতা আনতে ভারত খেলেছিল একাধিক অলরাউন্ডার নিয়ে, যেখানে মাত্র দুইজন টেলএন্ডার ছিল। সেই কৌশল ব্যর্থ হলেও, মজার বিষয় হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটিই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স এনে দিয়েছিল। এখন প্রশ্ন—ভারত কি ঝুঁকি নিয়ে আবার সেই ভারসাম্যে ফিরবে, নাকি নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সফল হওয়া ছয়জন স্পেশালিস্ট বোলার নিয়েই নামবে? বিশপের মতে, “এত বড় ম্যাচে পার্ট-টাইম বোলার নয়, দরকার বাড়তি বোলিং বিকল্প। ব্যাটাররা দায়িত্ব নিক, কিন্তু বোলারদের গভীরতা ছাড়া অস্ট্রেলিয়ার মতো ব্যাটিং লাইনআপকে থামানো সম্ভব নয়।”

advertisement

আরও পড়ুনঃ হল না শেষ রক্ষা! অস্ট্রেলিয়ায় গুরুতর চোট পেয়ে মৃত্যু, ক্রিকেট মহলে গভীর শোক

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আগামীকাল ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে নামবে দুই দল। ইতিহাস, অভিজ্ঞতা ও গভীরতায় অস্ট্রেলিয়া এগিয়ে। কিন্তু ক্রিকেটে প্রতিদিন নতুন গল্প লেখা হয়। যদি হরমনপ্রীতের দল সেই বিশ্বাস ধরে রাখতে পারে, তাহলে হয়তো ইতিহাস বদলানোর দিনও আসতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: টার্গেট বিশ্বকাপ ফাইনালের টিকিট! সেমিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর 'অস্ত্র' পেল ভারত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল