TRENDING:

IND vs AUS: বাদ ৫ তারকা! ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে একের পর এক চমক!

Last Updated:

IND vs AUS: ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে টি-২০ সিরিজের দলও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে রাখা হয়নি, কারণ তিনি এখনও পিঠের চোট থেকে পুরোপুরি সুস্থ হননি। তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার মিচেল মার্শকে। কামিন্স ছাড়াও গুরুত্বপূর্ণ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও জায়গা পাননি, কারণ তিনি কব্জির চোট থেকে সেরে ওঠেননি।
News18
News18
advertisement

এই দলে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। ফর্মে না থাকায় মিডল অর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশেনকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে দলে ঢুকেছেন মিচেল ওভেন, ম্যাথিউ রেন’শ এবং ম্যাথিউ শর্ট। চোট কাটিয়ে দলে ফিরেছেন মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন। স্টার্ক দলে অভিজ্ঞতা ও গতি যোগ করবেন, আর গ্রিনের অলরাউন্ড দক্ষতা দলে ভারসাম্য আনবে।

advertisement

ক্যামেরন গ্রিন দীর্ঘ চোটের পর ফিরছেন ওয়ানডে দলে। তবে তিনি টি২০ স্কোয়াডে জায়গা পাননি, কারণ তিনি অ্যাশেজ সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন। সাম্প্রতিক এক ঘরোয়া ম্যাচে তিনি চার ওভার বল করে একটি উইকেট নিয়েছেন, যা তার ফিটনেসের ইঙ্গিত দেয়।

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন দ্বারশুইস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মিচেল ওভেন, ম্যাথিউ রেন’শ, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

advertisement

আরও পড়ুনঃ Rohit Sharma: নিজেকে ধরে রাখতে পারলেন না রোহিত! কাঁপা কাঁপা গলায় জানিয়ে দিলেন বড় ‘সিদ্ধান্ত’! রইল ভিডিও

অন্যদিকে, ভারতের বিপক্ষে প্রথম দুই টি২০ ম্যাচের জন্যও দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই দলে অধিনায়ক হিসেবে থাকছেন মিচেল মার্শ। টি২০ দলে জায়গা পেয়েছেন নাথান এলিস ও জশ ইংলিস। বাদ পড়েছেন অ্যালেক্স ক্যারি ও জশ ফিলিপ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টি২০ দল (প্রথম দুটি ম্যাচের জন্য): মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন দ্বারশুইস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেম্যান, মিচেল ওভেন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পা।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: বাদ ৫ তারকা! ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে একের পর এক চমক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল