ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কিন্তু সেই সিদ্ধান্ত খুব একটা লাভজনক হয়নি। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড সমৃদ্ধ অজি পেস অ্য়াটাকের সামনে শুরু থেকেই নড়বড়ে দেখায় তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইনকে। কেএল রাহুল ও শুভমান গিল দ্বিতীয় উইকেটে কিছুটা লড়াই করেন। ৬৯ রানের পার্টনারশিপ করেন দুজনে। কেএল রাহুল ৩৭ ও শুভমান গিল ৩১ রান করে আউট হন।
advertisement
ভারতীয় দলের ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেন নীতিশ রেড্ডি। তাঁর ঝোড়ো ইনিংসের সৌজন্যেই সম্মানজনক স্কোরে পৌছায় ভারতীয় দল। ১৮০ রানের শেষ হয় ভারতের প্রথম ইনিংস। গোটা ইনিংসে মোট ৬ উইকেট নেন মিচেল স্টার্ক। তাঁর শিকারের তালিকায় রয়েছে যশস্বী জয়ওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, নীতিশ রেড্ডি ও হর্ষিত রানা, রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।
আরো পড়ুনঃ Howrah News: অঝোরে ঝরছে চোখের জল! কী হল রাশিয়ান চায়ের দোকানের পাপিয়াদির? বিচার চাইছেন ‘চা দিদি’
রান তাড়া করতে নামে শুরু থেকেই ঠান্ডা মাথায় শুরু করেন দুই অজি ওপেনার উসমান খোয়াজা ও ন্যাথান ম্যাকসুইনি। তবে ২৪ রানে প্রথম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ১৩ রান করে বুমরার শিকার হন খোয়াজা। এরপর অনেক চেষ্টা করলেও একটিও উইকেট নিতে পারেনি ভারতীয় বোলাররা। দিনের শেষে ম্যাকসুইনি ৩৮ ও লাবুশানে ২০ রানে অপরাজিত। ভারতের থেকে এখনও ৯৪ রান পিছিয়ে ব্যাগি গ্রিনরা।