ব্যাপারটি নিয়ে কোনো রাখঢাক নেই। তিনি আসলে নিজেই পাকিস্তান ক্রিকেট দলের কোনো পদে কাজ করতে আগ্রহী নন। ওয়াসিম আক্রম এতদিন বলতেন তার হাতে যথেষ্ট সময় নেই একটা জাতীয় দলকে বছরে আড়াইশো দিন সময় দেওয়ার। কিন্তু এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটালেন ওয়াসিম আক্রম।
আরও পড়ুন - `উমরান একাই বিশ্বকাপ দিতে পারে ভারতকে'! বিরাট দাবি করে ছোট্ট পরামর্শ রবি শাস্ত্রীর
advertisement
আক্রম স্পষ্ট জানিয়েছেন তিনি মনে করেন পিসিবির দায়িত্বে থাকা কর্তারা কোচ এবং অধিনায়কের সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেন। খারাপ পারফরম্যান্স করলে সমালোচনা হবে তাতে আপত্তি নেই। কিন্তু পাকিস্তান বোর্ড একেবারেই পেশাদার নয় আধুনিক ক্রিকেট চালানোর ক্ষেত্রে। কোচকে সম্মান দেওয়া অভিধানে নেই পাকিস্তানের।
ওয়াসিম বলছেন ক্রিকেটারদের সেভাবে অপমান করা হয় না। পাকিস্তান বোর্ড সব সময় মনে করে যত দোষ কোচের। টাকা দিচ্ছে বলে যেন মাথা কিনে নিয়েছে ভাবখানা এমন। এক্ষেত্রে ভারতীয় বোর্ডের পেশাদারিত্ব অনেক এগিয়ে মনে করিয়ে দিয়েছেন ওয়াসিম আক্রম। ভারতে কাজ করে যাওয়ার কারণে এই ব্যাপারটা তিনি অনেক ভাল জানেন।
তাই প্রচুর বার কোচ হওয়ার প্রস্তাব পেলেও পাকিস্তানে দায়িত্ব নেননি সুলতান অফ সুইং। এখন নিজে থাকেন অস্ট্রেলিয়ায়। তাই বিশ্বের বড় ক্রিকেট দেশগুলো কিভাবে ম্যানেজমেন্ট চালায় এই নিয়ে স্বচ্ছ ধারণা আছে তার। আক্রম বলছেন এই জায়গায় পৌঁছতে পাকিস্তানের অনেক দেরি আছে। আর এই জায়গায় যতদিন না কর্তারা মানসিকতা পরিবর্তন করতে পারবেন ভারতের সঙ্গে পেরে উঠবে না পাকিস্তান।