এবার যেকোনও পরিস্থিতিতেই উমরানকে গতি না কমানোর পরামর্শ দিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তার বোলিংকে ধারালো করার প্রয়োজনীয় পরামর্শও দিলেন রাউলপিন্ডি এক্সপ্রেস। বললেন ব্যাটার যতই তাকে তুলোধনা করুক, গতির সঙ্গে কোনোমতেই যেন আপোষ না করেন উমরান।
আরও পড়ুন - Sachin Tendulkar: পাক স্পিনারের 'গালে চড় মেরেছিলেন' সচিন! অজানা কাহিনী চমকে দেবে একেবারে
advertisement
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় শোয়েব বলেন , ও সত্যিই একজন ভাল বোলার। ওর শক্তিশালী রানআপ , হাতের গতিও দারুন। আমি বলতে চাই উমরান দ্রুত বোলিং এর শিল্প শিখেছেন, কিভাবে উইকেট নিতে হবে তার কৌশল রপ্ত করেছেন। উইকেট নেওয়ার শিল্প আগ্রাসনকে কমিয়ে নয়। কোনো ব্যাটার তোমায় যতই মারুক, তুমি গতি কমানোর কথা ভেবও না।
শোয়েব আরো বলেন, যখনই তুমি মাঠে নামবে, শুধু ভেব মাঠের মালিক তুমিই। একটা অসাধারণ দেশের হয়ে তুমি খেলছ, তাই কখনও তোমার দেশের ক্রিকেটপ্রেমীদের অনুভূতিকে আঘাত দিও না। রাউলপিন্ডি এক্সপ্রেস আরো বলেন তিনি নিশ্চিত যে উমরান আগামী দিনে আরো দক্ষ হয়ে উঠবেন, তার প্রয়োজন হলে তিনি তাকে সাহায্য করতেও রাজি আছেন বলে জানান শোয়েব।
যখন তাকে জিজ্ঞাসা করা হয় প্রতি ঘন্টায় ১৫৭ কিলোমিটার থেকে ১৬২ কিলোমিটার গতিবেগে যেতে তাকে কি করতে হবে এই প্রশ্নের জবাবে শোয়েব বলেন, আমি যখন বল করতাম ২৬ গজ দূর থেকে বল করতাম, উমরান ২২ গজ দূর থেকে বল করে। যদি সে ২২ গজ থেকে ২৬ গজে পৌঁছয় ও নানান মাংসপেশী তৈরি হবে। অনবরত একইরকম একশনে বল করতে থাকলে, মাঝে মাঝে মাংসপেশী ক্লান্ত হয়ে পড়ে, তখন বোলার আলাদা একশন চেষ্টা করে, অন্য মাংসপেশী দিয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বল করার রেকর্ড শোয়েব আখতারের রয়েছে। ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১.৩ কিলোমিটার / ঘন্টায় বল করে সেই নজির সৃষ্টি করেন প্রাক্তন পাক জোরে বোলার। শোয়েব বলেন, যদি তুমি ( উমরান ) রেকর্ড ভাঙতে চাও , দয়া করে করো, কারণ ২০ বছর হয়ে গেছে আমি সেই রেকর্ড করেছি, দয়া করে সেই রেকর্ডটা ভেঙে দাও। তুমি রেকর্ড ভাঙলে আমি সর্বপ্রথম তোমার কাছে এসে, তোমায় জড়িয়ে ধরবো।
এদিকে, বিরাট কোহলির ফর্ম নিয়ে শোয়েব বলেন, বিরাটই আধুনিক যুগের সেরা ব্যাটার। যদিও তিনি মনে করেন পরবর্তী ২৫ টি সেঞ্চুরি করে শচীনের ১০০ টি শতরানের রেকর্ড স্পর্শ করা বিরাটের জন্য কঠিন হবে।