আইসিসি সূত্রে খবর, বাংলাদেশের শেষ প্রস্তাব অর্থাৎ বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের অনুরোধে রাজি হওয়ার সম্ভাবনা কম আইসিসির। অর্থাৎ আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে পাঠানো ও বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে।
advertisement
আরও পড়ুন- বেলা বাড়লে শীতের আমেজ উধাও ! উর্ধ্বমুখী হবে পারদ, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
আইসিসির এক সূত্রের দাবি, বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের বদলে অন্য দেশকে নিতে পারে আইসিসি। আর র্যাঙ্কিং বিবেচনায় সেই দেশটি হতে পারে স্কটল্যান্ড।
২০২৬ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে তারা ভারতে ভ্রমণ করবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে নেওয়া হবে। শেষ দাবিতে ভারতে না এসে বাংলাদেশ শ্রীলঙ্কার গ্রুপে খেলতে চেয়েছে। অর্থাৎ তাদেরকে এক গ্রুপ থেকে অন্য গ্রুপে যেন পরিবর্তন করা হয় সেই প্রস্তাব দেওয়া হয়েছিল।
