TRENDING:

Virat Kohli Breaks Sachin Tendulkar Record: ওয়াংখেড়েতে সচিনের ২টি রেকর্ড ভাঙলেন কোহলি, বাকি থাকল শুধু ৪৯তম শতরান

Last Updated:

ICC World Cup 2023 Virat Kohli Breaks 2 Sachin Tendulkar s Record on India vs Sri Lanka match in ODI World Cup 2023: ওয়াংখেড়েতে ৪৯টি শতরানের রেকর্ড স্পর্শ করা না হলেও সচিন তেন্ডুলকরের আরও দুটি রেকর্ড কিন্তু ওয়াংখেড়েতে ভেঙে দিয়েছেন বিরাট কোহলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বৃহস্পতিবার ওয়াংখেড়েতে ৮৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন বিরাট কোহলি। কিন্তু সচিন তেন্ডুলকরের ঘরের মাঠে ওডিআই ক্রিকেটে মাস্টার ব্লাস্টারে ৪৯ তম শতরানের রেকর্ড ছোঁয়া হয়নি কোহলির। ফলে অপেক্ষা আরও বেড়েছে বিরাটের। এর আগে নিউজিল্যান্ড ম্যাচেও ৯৫ রানে ফিরতে হয়ছিল কোহলিকে। ৪৯টি শতরানের রেকর্ড স্পর্শ করা না হলেও সচিন তেন্ডুলকরের আরও দুটি রেকর্ড কিন্তু ওয়াংখেড়েতে ভেঙে দিয়েছেন বিরাট কোহলি।
সচিনের ২টি রেকর্ড ভাঙলেন কোহলি
সচিনের ২টি রেকর্ড ভাঙলেন কোহলি
advertisement

মুম্বইয়ে খেলা ইনিংসের সৌজন্যে আরও একবার এক ক্যালেন্ডার বছরে হাজার বা তার বেশি রান করার নজির গড়লেন বিরাট কোহলি। এই নিয়ে নিজের কেরিয়ারে অষ্টমবার এক ক্যালেন্ডার বছরে হাজার রান করলেন কোহলি। কোহলির আগে এই নজির ছিল সচিন তেন্ডুলকরের। সাতবার হাজারের বেশি রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ফলে সচিনের রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এলেন কোহলি।

advertisement

এছাডা ভারতীয় দলের হয়ে সবথেকে বেশি ম্যাচ জেতার নিরিখেও ওয়াংখেড়েতে সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে সচিন তেন্ডুলকর ভারতের হয়ে ৩০৭ বার জয়ী প্রথম একাদশের সদস্য ছিলেন। আর শ্রীলঙ্কা ম্যাচের পর ভারতীয় দলের সদস্য হিসেবে ৩০৮ তম জয়ের স্বাদ পেলেন বিরাট কোহলি।

আরও পড়ুনঃ Most Wickets in ICC World Cup 2023: মাত্র ৩ ম্যাচেই ৯ জনের রাতের ঘুম কেড়ে নিলেন মহম্মদ শামি! বাংলার পেসারের এবার টার্গেট সিংহাসন দখল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

প্রসঙ্গত, ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান করে ভারত। শুভমান গিল করেন ৯২ রান, বিরাট কোহলি ৮৮ রান ও শ্রেয়স আইয়ার ৮২ রান করেন। ৩৫৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ শামি ৫টি, মহম্মদ সিরাজ ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি, রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন। ৩০২ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমি ফাইনালে জায়গা পাকা করে নিল ভারত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli Breaks Sachin Tendulkar Record: ওয়াংখেড়েতে সচিনের ২টি রেকর্ড ভাঙলেন কোহলি, বাকি থাকল শুধু ৪৯তম শতরান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল