ম্যাচের পর সাকিব আল হাসান বলেন, “ম্যাথিউজ নামার পর দলের এক জুনিয়র ক্রিকেটার এসে আমায় বলে টাইমড আউড চাওয়ার জন্য। আমি আম্পায়ারের কাছে আবাদেন জানাই। আম্পায় বলেন আমি কি সত্যিই আউটের দাবিতে অনড় থাকতে চাই। আমি নিজের অবস্থান থেকে সরেনি। আমি একটা যুদ্ধে নেমেছি। তাই এমন সিদ্ধান্ত নিতেই হবে যাতে আমার দল জেতে। ঠিক না ভুল তা নিয়ে তর্ক চলতেই থাকবে। কিন্তু নিয়মের মধ্যে থাকলে আমি ভবিষ্যতেও এই আবেদন করতে পিছপা হব না।”
advertisement
ম্যাচের পর অ্যাঞ্জেলো ম্যাতিউজও একটি ট্যুইট করেন। একটি ছবি শেয়ার করে কিনি প্রমাণ করার চেষ্টা করেন ভুল সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তিনি আদতে আউট ছিলেন না। ম্যাথিউজ লেখেন, “চতুর্থ আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, আমার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার আগে ৫ সেকেন্ড ছিল। আমার মনে হয় সুরক্ষা সবার আগে। হেলমেট ছাড়া ব্যাট করা উচিত হত না।” কুশল মেন্ডিজও বলে ৫ সেকেন্ড সময় ছিল আরও ম্যাথিউজের হাতে।
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস খেলেন চারিথ আসালঙ্কা। রান তাড়া করতে নেমে নাজমুল হাসান শান্তোর ৯০ ও সাকিব আল হাসানের ৮২ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচ জেতে বাংলাদেশ। ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলা টাইগার্সরা।