৪ তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইসিসি ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বর্ণাঢ্য, জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের মাটিতে শুরু হবে ক্রিকেটের বিশ্বযুদ্ধ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওপেনিং সেরেমনিতে উপস্থিত থাকছে চাঁদের হাট। সুরেলা সন্ধ্যার পাশপাশি আয়েজন করা হয়েছে দমদার ড্যান্সিং পারফরম্যান্সের। এছাড়া থাকছে চোখ ধাঁধানো এক লেজার শো-এর ব্যবস্থা।
advertisement
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিল্পীদের তালিকা শুনেলই বোঝা যাবে যে পুরো ‘পয়সা ওসুল’ শো হতে চলেছে। ভারতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আর গ্ল্যামার থাকবে না তা আবার হয় নাকি। অনুষ্ঠানে আমেদাবাদ মাতাবেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। এছাড়া পারফর্ম করবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবনরা। এছাড়া মঞ্চ মাতাবেন রণবীর সিংয়ের পাশাপাশি মঞ্চ মাতানোর কথা বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়ারও।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ | ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ | বিশ্বকাপ ২০২৩
আরও পড়ুনঃ ICC World Cup 2023: এ কী করলেন! কোন বোলারকে ভয় পান রোহিত শর্মা? জানিয়ে দিলেন বিশ্বকাপের আগেই
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান একদিন এগিয়ে আনার পিছনে কারণ রয়েছে। যেহেতু ৫০ ওভরের খেলা তাই দুপুর থেকে শুরু হবে ম্যাচ। ফলে তার আগে অনুষ্ঠান করার বেশি সময় পাওয়া যাবে না। আর দিনের আলোতে উদ্বোধনী অনুষ্ঠানে সেই মজা থাকে না। আর উদ্বোধন অনুষ্ঠানে দর্শকদের জন্যও রয়েছে সুখবর। প্রথম ম্যাচের টিকিট রয়েছে যাদের কাছে তারা সেই টিকিটেই দেখতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠান।